বুধবার, ৩০ অক্টোবর ২০১৩

৬ শিক্ষা প্রতিষ্ঠানের অধিভূক্তি বাতিল

Home Page » জাতীয় » ৬ শিক্ষা প্রতিষ্ঠানের অধিভূক্তি বাতিল
বুধবার, ৩০ অক্টোবর ২০১৩



natinal-uni-logo-sm20131030041553.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের অধিভূক্তি বাতিল হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ৭৯তম একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে ১৪৪তম সিন্ডিকেট সভায় এসব প্রতিষ্ঠানের অধিভূক্তি বাতিল করা হয়। বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- বগুড়ার এসবি সায়েন্স অ্যানডটেকনোলজি, বগুড়া টিএইচবিপি অ্যান্ড কলেজ, বগুড়া বি পি অ্যাডভোকেট কলেজ, বগুড়া লাইব্রেরি সায়েন্স কলেজ, খুলনার ইনস্টিটিউট অব লাইব্রেরি আর্টস এবং চট্টগ্রামের ইনস্টিটিউট অব লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স।

বাংলাদেশ সময়: ১৮:১৮:০৫   ৪৪৯ বার পঠিত