মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৩

মির্জা ফখরুলের বাসায় ককটেল নিক্ষেপ

Home Page » সংবাদ শিরোনাম » মির্জা ফখরুলের বাসায় ককটেল নিক্ষেপ
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৩



images14.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসার সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটে উত্তরা ৪ নম্বর সেক্টরের বাসার সামনে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বঙ্গনিউজকে এটি নিশ্চিত করেন। মির্জা ফখরুলের বাসা সূত্রে জানা যায়, ২টি ককটেলের একটি দোতলা ওঠার সিঁড়িতে এবং আরেকটি বারান্দা লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মিসারুল আরিফ ককটেল বিস্ফোরণের ঘটনা তিনি শুনেছেন বলে জানিয়েছেন।
ঘটনার পর উত্তরা (পূর্ব) থানার একটি দল মির্জা ফখরুলের বাসার সামনে যায় বলেও জানান তিনি।

উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৬০ ঘণ্টার হরতাল চলাকালে মন্ত্রী, বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দের বাসা, দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হরতাল শেষ হওয়ার প্রায় ৩ ঘণ্টা পর মির্জা ফখরুলের বাসায় এ ককটেল নিক্ষেপ করা হলো।

বাংলাদেশ সময়: ২৩:০৫:০৫   ৩৩৮ বার পঠিত