মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৩
বুধবার পিলখানা হত্যাকাণ্ড মামলার রায় হচ্ছে না
Home Page » জাতীয় » বুধবার পিলখানা হত্যাকাণ্ড মামলার রায় হচ্ছে নাবঙ্গ-নিউজ ডটকমঃ বুধবার পিলখানায় বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাকাণ্ড মামলার রায় ঘোষণা করা হচ্ছে না।
পিলখানা হত্যাকাণ্ড মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি অ্যাডভোকেট আনিসুল হক মঙ্গলবার সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার জন্য বুধবার দিন ধার্য ছিল। কিন্তু রায় হচ্ছে না। রাষ্ট্রপক্ষের আরেক কৌসুলি অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজলও বুধবার রায় না হওয়ার বিষয়টি বঙ্গনিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, রায় প্রস্তুত না হওয়ায় বুধবার তা ঘোষণা করা হচ্ছে না। রায় ঘোষণার জন্য বিচারক পরবর্তী একটি তারিখ নির্ধারণ করবেন।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. মো. আখতারুজ্জামান রায় ঘোষণার এ দিন নির্ধারণ করেছিলেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের নামে পিলখানা হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় প্রথমে লালবাগ ও পরবর্তীতে নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ২২:৫৩:১৬ ১৪৫৯ বার পঠিত