মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৩
রাজশাহীতে পুলিশ-পিকেটার সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১০
Home Page » সংবাদ শিরোনাম » রাজশাহীতে পুলিশ-পিকেটার সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১০বঙ্গ-নিউজ ডটকমঃ রাজশাহীতে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক সাংবাদিকসহ ১০ জন হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের তৃতীয় দিন মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহীতে হরতালের সমর্থনে বিএনপির যুগ্ম-মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনুর নেতৃত্বে কাদিরগঞ্জ এলাকা থেকে মিছিল বের করে ১৮ দল। মিছিলটি মালোপড়ায় গিয়ে শেষ হয়। অপরদিকে, মনিচত্বরে জেলা বিএনপির মিছিল ও পথসভা শেষে পিকেটিংকালে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়লে এক সাংবাদিকসহ ১০ জন আহত হন। এছাড়া কাদিরগঞ্জ এলাকায় পিকেটিংকালে ছাত্রদলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ অর্ধশতাধিক রাবার বুলেট, টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুঁড়ে হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।
এ ঘটনায় পিকেটারদের ছোড়া ইটের আঘাতে দৈনিক আমার দেশ পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান ড. সরদার এম আনিছুর রহমান আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া সংঘর্ষে ৯ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির নেতারা। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পরে দরগাপাড়া ও কাদিরগঞ্জে সড়ক অবরোধ করে পিকেটিংয়ের সময় টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে কেউ আহত হয়নি। এর আগে ভোর ৬টার দিকে উপশহর নিউ মার্কেট এলাকা থেকে হরতালের সমর্থনে মিছিল বের করে মহানগর ১৮ দল। এতে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও মহানগর ১৮ দলের আহবায়ক মিজানুর রহমান মিনু।
মিছিলটি মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এসময় বিএনপির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি এমাজউদ্দিন মণ্ডল, রাজনৈতিক সেক্রেটারি আবু মোহাম্মদ সেলিমসহ ১৮ দলীয় জোটের অন্যান্য নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।
এদিকে, মঙ্গলবার ভোরেই মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয় পুলিশ। নাশকতা এড়াতে আর্মড পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে। এছাড়া বিজিবির টহল অব্যাহত রয়েছে। হরতালের কারণে রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলা রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ সময়: ১১:৫২:৩০ ৩৭৬ বার পঠিত