সোমবার, ২৮ অক্টোবর ২০১৩
আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন, আহত ২
Home Page » প্রথমপাতা » আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন, আহত ২বঙ্গ-নিউজ ডটকমঃ ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন সোমবার যাত্রীবাহী বাসে আগুন রাজধানীর আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এতে বাসের চালক ও হেলপার আহত হয়। সোমবার রাত ৯টার দিকে আশুলিয়ার ঢাকা-আরিচা মহাসড়কের বিশ মাইল বাসষ্ট্যান্ডে নিরাপদ পরিবহনের একটি বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বাসের চালক হারুন অর রশিদ বঙ্গনিউজকে জানান, নিরাপদ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-জ-১১-০৯৮১) সাভার থেকে যাত্রী নিয়ে নবীনগের উদ্দেশ্যে যাওয়ার সময় আশুলিয়ার বিশমাইল এলাকায় পৌঁছলে কয়েকজন পিকেটার যাত্রী বেশে গাড়িটি থামার জন্য ইশারা করেন। পরে তারা গাড়িতে উঠে আমার কাছ থেকে বাসের চাবি কেড়ে নিয়ে যাত্রীদের নামিয়ে দেয়। এর পর তারা বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় আমার গায়ের কাপড়ে আগুন ধরে যায়। সেই সঙ্গে বাসের হেলপারও গুরুতর আহত হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় আধঘন্টা পর আশুলিয়ার ডিইপিজেড ফায়ার ষ্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রেণে আনে। এসময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, গোলাম মোস্তফা রাসেল, আশুলিয়া সার্কেলের এএসপি রাসেল শেখ ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ২৩:৪১:৫৫ ৩৫১ বার পঠিত