সোমবার, ২৮ অক্টোবর ২০১৩

চাঁদপুরে পিকেটার-পুলিশ সংঘর্ষে আহত ৬, আটক ৫

Home Page » সংবাদ শিরোনাম » চাঁদপুরে পিকেটার-পুলিশ সংঘর্ষে আহত ৬, আটক ৫
সোমবার, ২৮ অক্টোবর ২০১৩



shirajgonj_21750.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ চাঁদপুর শহরের পুরান বাজারের লোহারপুরল এলাকায় পিকেটার-পুলিশ সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের ২য় দিন সোমবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এসময় টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। এসময় ৬ জন আহত হয়। এদিকে, পিকেটিংকালে জেলার বিভিন্ন স্থান থেকে ৫ জনকে আটক করেছে পুলিশ।

সকাল সাড়ে ৯টায় স্থানীয়রা জানায়, বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

তারা আরো জানায়, সকালে চাঁদপুর শহরে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন খণ্ড খণ্ড মিছিল করেছে।

অপরদিকে, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে পিকেটিং করেছে হরতাল সমর্থকরা। সকালে শহরের ওই সড়কের মঠখোলায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে তারা। এছাড়া বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয় পিকেটাররা।

চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর জানান, জেলার বিভিন্ন স্থান থেকে ৫ পিকেটারকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২:০৪:৫৬   ৩৮২ বার পঠিত