সোমবার, ২৮ অক্টোবর ২০১৩

কেটলি বিস্ফোরণে শিক্ষার্থী দগ্ধ

Home Page » এক্সক্লুসিভ » কেটলি বিস্ফোরণে শিক্ষার্থী দগ্ধ
সোমবার, ২৮ অক্টোবর ২০১৩



1.pngবঙ্গনিউজ ডটকমঃ

রাত জেগে পড়ার জন্য চা বানাতে গিয়েছিলেন উম্মে সাদিয়াল আতিকা লামিয়া (২০)। বৈদ্যুতিক কেটলিতে সংযোগ দিতেই ঘটেছে বিস্ফোরণ। এতে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। আর তাতে গুরুতর দগ্ধ হন ঢাকা সিটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স প্রথমবর্ষের এই শিক্ষার্থী।

রাজধানীর আজিমপুর সরকারি কলোনির একটি বাসায় গত শনিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। লামিয়াকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, লামিয়ার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা সংকটজনক। আহত লামিয়া কালের কণ্ঠকে জানান, ৪৬/পি, আজিমপুর কলোনির ভাড়াবাসায় শনিবার রাত ১টার দিকে তিনি চা বানানোর জন্য কেটলিতে পানি গরম দিতে যান। এ সময় এই দুর্ঘটনা ঘটে। বাড়ির মালিক এবাদুল হক জানান, বিস্ফোরণের শব্দে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান লামিয়ার শরীরের আগুন জ্বলছে। তিনি দ্রুত একটি কাঁথা দিয়ে আগুন নেভান এবং দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বিস্ফোরণে লামিয়ার ঘরের দরজা ভেঙে পড়েছে, জানালার গ্রিল বাঁকা হয়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট ও গ্যাসের সংযোগে এ ধরনের বিস্ফোরণ ঘটতে পারে বলে অনেকে ধারণা করছে। লামিয়ার বাবা হাসিবুর রহমান ও মা শ্যামলী কিসমত জানান, তাঁরা দুজন রূপগঞ্জের কাঞ্চন গ্রামে একটি স্কুলে ও একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। দুই মেয়ের মধ্যে বড় লামিয়া আজিমপুর কলোনির ওই বাসায় একটি রুমে ভাড়া থাকতেন।

বাংলাদেশ সময়: ১২:০০:৩৯   ৪১৫ বার পঠিত