সোমবার, ২৮ অক্টোবর ২০১৩
না.গঞ্জে ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
Home Page » সংবাদ শিরোনাম » না.গঞ্জে ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্কবঙ্গ-নিউজ ডটকমঃ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশনে একটি ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে গেলে বগিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার সকালে এ ঘটনা ঘটে। আগুনের কারণে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনটি ১৫ মিনিট বিলম্বে ছেড়ে যায়। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশন মাস্টার গোলাম মোস্তফা বঙ্গনিউজকে জানান, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশন থেকে সকাল ৯টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে ট্রেন ছেড়ে যাওয়ার কথা। ট্রেন ছাড়ার কিছু সময় আগে ট্রেনের ইঞ্জিনের একটি অংশে কার্বন জমে গরম হয়ে আগুন ধরে যায়। ট্রেনের চালক ও অন্য স্টাফরা পরে দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এ কারণে ১৫ মিনিট বিলম্বে ট্রেনটি ছেড়ে যায়।
‘এটা কোনো ধরনের নাশকতা না’ জানান স্টেশন মাস্টার।
তিনি বলেন, মাঝেমধ্যে এ ধরনের হয়ে থাকে। তবে এতে খুব বেশি আতঙ্কিত হওয়ার কারণ নেই।
এদিকে, আগুন ধরার খবরে বগিতে থাকা যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। তারা বগি থেকে নেমে ছোটাছুটি করতে থাকে। আগুন নেভার পর পরিস্থিতি শান্ত হয়।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের এসআই আনোয়ার হোসেন বঙ্গনিউজকে জানান, প্রথম দিকে যাত্রীরা বিষয়টিকে নাশকতা ভাবলেও পরে তারা মূল বিষয়টি জানতে পারে। ট্রেন চলাচল এখন স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১১:৪৮:৪৮ ৫৫১ বার পঠিত