সোমবার, ২৮ অক্টোবর ২০১৩
ক্যাম্পাসে পুলিশ ঢোকার অনুমতি জাবি প্রশাসনের
Home Page » শিক্ষাঙ্গন » ক্যাম্পাসে পুলিশ ঢোকার অনুমতি জাবি প্রশাসনেরবঙ্গনিউজ ডটকমঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ ঢোকার অনুমতি দিয়েছে জাবি প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। তবে হলগুলো এর বাইরে থাকবে বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের কোনো এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন, সাধারণ শিক্ষক-শিক্ষার্থীরা। একটি স্বায়ত্ত শাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে অবাধে পুলিশ প্রবেশের অনুমতি কখনোই গ্রহণযোগ্য নয় বলে তারা মনে করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং ক্যাম্পাসে ঢুকে পুলিশের গুলি ও সাংবাদিক লাঞ্ছনার বিচার দাবি করেন তারা।
এদিকে আওয়ামীপন্থী শিক্ষক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক হানিফ আলী উপাচার্যের এই সিদ্ধান্তে তাকে স্বৈরাচারী বলে অভিহিত করেছেন। কলা অনুষদের ডীন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক সৈয়দ মো. কামরুল আহছান জানান, আমার জানামতে সিন্ডিকেট সভায় এ রকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
উল্লেখ্য রবিবার হরতালের সমর্থনে সকাল আটটার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটালে তাদেরকে ধাওয়া দিয়ে ক্যাম্পাসের মধ্যে ঢুকে পড়ে পুলিশ। এ সময় ছয় রাউন্ড গুলি ছোড়ে তারা। তখন তাদের হাতে কর্মরত দুই জন সাংবাদিক লাঞ্ছিত হন।
এছাড়া গত বছর ১ ও ২ আগষ্ট উপাচার্যের অনুমতিতে ক্যাম্পাসে পুলিশ ঢুকে গুলি ছুড়লে ছয় ছাত্র আহত হয়। এরপর বিক্ষুব্ধ ছাত্ররা বিচারের দাবিতে দীর্ঘ ১৬ ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে।
বাংলাদেশ সময়: ১১:৩৭:১৪ ৫২০ বার পঠিত