রবিবার, ২৭ অক্টোবর ২০১৩
সারাদেশের সঙ্গে লালমনিরহাটের রেল যোগাযোগ বন্ধ
Home Page » সংবাদ শিরোনাম » সারাদেশের সঙ্গে লালমনিরহাটের রেল যোগাযোগ বন্ধবঙ্গ-নিউজ ডটকমঃ লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর এলাকায় রেল লাইনের স্লিপার উপড়ে ফেলে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে হরতাল সমর্থকরা। রোববার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে হরতাল সমর্থনকারীরা শহরে একটি মিছিল বের করে। মিছিলটি রেল স্টেশনের কাছে মহেন্দ্রনগর এলাকায় গিয়ে রেল লাইনের স্লিপার তুলে ফেলে। এতে জেলার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে ১৮ দলীয় নেতাকর্মীরা জেলা আ’লীগের দলীয় কার্যালয়, শহরের জনতা, পূবালী ব্যাংকে ভাঙচুর চালায় এবং রেলওয়ে শ্রমিক লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে। হরতালের কারণে শহরের দোকানপাট বিপনী বিতান বন্ধ রয়েছে। দূরপাল্লাসহ অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান বঙ্গনিউজকে জানান, এ ঘটনার পর শহরের প্রতিটি মোড়ে পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল জোরদার করা হয়েছে। রংপুর ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -৫ সদস্যদের খবর দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩:২৮:৫৩ ৩৯৫ বার পঠিত