রবিবার, ২৭ অক্টোবর ২০১৩
রমনা পার্কে ঢোকা নিষিদ্ধ
Home Page » জাতীয় » রমনা পার্কে ঢোকা নিষিদ্ধবঙ্গ-নিউজ ডটকমঃ নাশকতার কথা মাথায় রেখে রমনা পার্কের ২টি বাদে সব গেট বন্ধ করে রাখা হয়েছে। রোববার সকালে এটা দেখা গেল। ঢাকা ক্লাব সংলগ্ন গেটের কাছে একজন দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে এ ব্যাপারে জিঞ্জেস করা হলে নাম প্রকাশ না করে তিনি বঙ্গনিউজকে জানান, নাশকতা রোধের কথা মাথায় রেখে শুধু এদিন ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, কেউ যাতে নাশকতার পরিকল্পনা নিয়ে বা নাশকতা করে খানে ঢুকতে না পারে সেজন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। কেননা মৎস্য ভবন, শাহবাগ, কাকরাইল মসজিদ এলাকা তদুপরি ঢাকা বিশ্ববিদ্যালয় খুবই স্পর্শকাতর এলাকা। সবদিক বিবেচনায় রেখে আমরা খুবই সতর্ক্। তাই এ ব্যবস্থা। তবে হাতে গোণা কিছু ভবঘুরেকে পাকের ভেতর দেখা গেল। কেউবা হাটছেন, চেয়ারে বসে আছেন আবার কেউ কেউ পুকুরে গোসল করছেন। এদিকে গোলযোগপূর্ণ এলাকা হিসেবে সাম্প্রতিক খ্যাত ফকিরাপুল ও দৈনিক বাংলামোড়ে ব্যাপক পুলিশ মোতায়েন রেয়েছে।পুরানপল্টন মোড়ে পুলিশের পাশাপাশি মহিলা পুলিশও দায়িত্বে রয়েছে। প্রেসক্লাবের সামনে স্বাভাবিক নিয়মেই পুলিশ দেখা গেল। এসব এলাকায় তেমন কোন অপ্রীতিকর খবর জানা যায়নি। তবে একজন ফটো সাংবাদিক জানালেন তিনি নবাবপুর এলাকায় গোলমোলের খবর শুনেছেন।
বাংলাদেশ সময়: ১৩:১৯:০৪ ১৩৯৯ বার পঠিত