রবিবার, ২৭ অক্টোবর ২০১৩
সংসদ ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
Home Page » প্রথমপাতা » সংসদ ভবনের সামনে ককটেল বিস্ফোরণবঙ্গ-নিউজ ডটকমঃ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের সামনে পরপর আটটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুস্কৃতিকারীরা। রোববার সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধানমন্ডি ৩২ নম্বর থেকে বাংলাদেশ যুব মহিলা লীগ একটি হরতাল বিরোধী মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ ঘুরে ন্যাম ভবন অতিক্রম করার সঙ্গে সঙ্গে মিছিল লক্ষ্য করে পরপর আটটি ককটেল নিক্ষেপ করে দুস্কৃতিকারীরা। তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর বঙ্গনিউজকে জানান, সন্দেহের ভিত্তিতে তল্লাশি চালানো হয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
এদিকে একই সময়ে সংসদ ভবনের ভেতরে বিরোধী দলীয় নয় সংসদ সদস্য সাম্মী আক্তার পপি, রেহেনা আক্তার রানু, নিলুফার চৌধুরী, রাশেদা বেগম হীরা, নাজিম উদ্দিন, ভিপি জয়নাল, এএম মাহবুব উদ্দিন খোকন ও খায়ের হরতাল সমর্থনে মিছিল এবং সমাবেশ করেন।
উল্লেখ্য, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতাল চলছে। রোববার ভোর ৬টা থেকে শুরু হওয়া সারাদেশে টানা এ হরতাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।
সংলাপের প্রতিক্রিয়া শুরুর আলটিমেটাম দিয়ে শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের গণসমাবেশ থেকে জোটনেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ হরতালের ডাক দেন।
আলটিমেটামের মধ্যে শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হরতাল প্রত্যাহারসহ সংলাপের আহ্বান জানিয়ে গণভবনে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে নৈশভোজের আমন্ত্রণ জানানোর পরও হরতাল বহাল রাখা হয়।
তবে জনগণের প্রয়োজনে কয়েকটি জরুরি সার্ভিস হরতালের আওতামুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে সংবাদমাধ্যম সংশ্লিষ্ট যানবাহন, অ্যাম্বুলেন্স, চিকিৎসা সেবা, লাশবাহী যানবাহন, ফায়ার সার্ভিস, গ্যাস-বিদ্যুৎ-পানির জরুরি সার্ভিসসমূহ ইত্যাদি।
বাংলাদেশ সময়: ১২:২২:৩৬ ৩৩৯ বার পঠিত