শনিবার, ২৬ অক্টোবর ২০১৩

বিচারপতির বাড়ির সামনে হাতবোমা বিস্ফোরণ

Home Page » বিবিধ » বিচারপতির বাড়ির সামনে হাতবোমা বিস্ফোরণ
শনিবার, ২৬ অক্টোবর ২০১৩



mintoroad.png

বঙ্গ-নিউজ ডটকমঃ ১৮ দলের ডাকা হরতালের আগে রাজধানীর কয়েকটি স্থানে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে, যার একটি ঘটেছে আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহার বাড়ির সামনে।
শনিবার সকালে কাকরাইলে বিচারপতির বাড়ির সামনে ছাড়াও ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনারের কার্যালয়ের সামনেও কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের জন্য সরকার আলোচনার উদ্যোগ না নিলে রোববার সকাল থেকে ৬০ ঘণ্টার হরতালের ডাক দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

দশম সংসদ নির্বাচনের ক্ষণ গণনার শুরুর দিন শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় এই কর্মসূচি ঘোষণার আগে মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাড়ির সামনেও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

কারা এই বিস্ফোরণ ঘটাচ্ছে, তাদের সনাক্ত করা না গেলেও পুলিশের দাবি, বিএনপি-জামায়াতের কর্মীরাই এর পেছনে রয়েছে।

সুপ্রিম কোর্টের নিবন্ধক এ কে এম শামসুল ইসলাম জানান, কাকরাইলে জাজেস লাউঞ্জ সংলগ্ন বিচারপতি এস কে সিনহার বাড়ির সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটানোর পর পুলিশ সেখানে যায়।

রমনা মডেল থানার উপ পরিদর্শক হাফিজুর রহমান বলেন, ১১টার দিকে মোটর সাইকেলে এসে পটকা ফাটিয়ে পালিয়ে যায় কয়েক যুবক। ‍

বিএনপির জোটসঙ্গী জামায়াতে ইসলামীর শীর্ষনেতারা যুদ্ধাপরাধে দণ্ডিত। শুক্রবার খালেদার জনসভায় বিক্তব্যে তাদের মুক্তির দাবি জানিয়েছেন জামায়াত নেতারা।

একাত্তরে গণহত্যার জন্য যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে কারাদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড আপিল বিভাগের যে বেঞ্চটি দিয়েছে, তাতে বিচারপতি সিনহাও ছিলেন।

পল্টনে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটে সকাল সাড়ে ১০টার দিকে।

পল্টন থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, সেখানে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

একই সময়ে সায়েন্স ল্যাবরেটরিতে ল্যাবএইড হাসপাতালের সামনে মোটর সাইকেল করে কয়েক যুবক এসে ২/৩টি হাতবোমার বিস্ফোরণ ঘটায় বলে ধানমণ্ডি থানার উপ পরিদর্শক মাসুম বিল্লাহ জানান।

এছাড়া আরো কয়েকটি স্থানেও হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে পুলিশের কাছ থেকে তাৎক্ষণিকভাবে এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার জনসভার আগে জিগাতলায় মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাড়ির সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটে। এছাড়া মিরপুরে আওয়ামী লীগের সংসদ সদস্য সাহেদা তারেখ দিপ্তী এবং ধানমণ্ডিতে বিএনপি নেতা আব্দুল মান্নানের বাড়ির সামনেও হাতবোমার বিস্ফোরণ ঘটে।

জনসভার পর সন্ধ্যায় মৎস্য ভবনের সামনে ১৮ দলীয় জোটের কর্মীরা হাতবোমার বিস্ফোরণ ঘটায় বলে পুলিশ জানিয়েছে। এছাড়া কারওয়ান বাজারে একটি বাসেও আগুন দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫:০৭:৪৫   ৩৪৬ বার পঠিত