শনিবার, ২৬ অক্টোবর ২০১৩

২০১ দেশ ভ্রমণ

Home Page » এক্সক্লুসিভ » ২০১ দেশ ভ্রমণ
শনিবার, ২৬ অক্টোবর ২০১৩



1379611_653155978048119_1716605535_n.jpgবন-নিউজ ডটকমঃ বিশ্বের ২০০টি দেশে তাঁর ভ্রমণ করা হয়ে গিয়েছে। সুদান ছিল তাঁর ভ্রমণের ২০১তম এবং সর্বশেষ দেশ। এসব দেশ ভ্রমণে তিনি একবারের জন্যও প্লেন ব্যবহার করেন নি !!
প্লেনে না চড়েই ২০১ দেশ ভ্রমণ ! ২০১২ সালের ডিসেম্বরে গ্রাহাম হিউজ যেদিন দক্ষিণ সুদানে পা রাখেন, ততদিনে বিশ্বের ২০০টি দেশে তাঁর ভ্রমণ করা হয়ে গিয়েছে। সুদান ছিল তাঁর ভ্রমণের ২০১তম এবং সর্বশেষ দেশ। এসব দেশ ভ্রমণে তিনি একবারের জন্যও প্লেন ব্যবহার করেন নি। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের এক উদ্যোগে ২০০৯ সালে বিশ্ব ভ্রমণে বের হন গ্রাহাম। এই ভ্রমণের শর্তই ছিল, কোনো ব্যক্তিগত পরিবহণ অথবা প্লেন ব্যবহার না করেই বিশ্ব ভ্রমণ করতে হবে। এই শর্ত মেনে ব্রিটিশ অভিযাত্রী ও চলচ্চিত্র নির্মাতা গ্রাহাম হিউজ জাতিসংঘের সদস্য ১৯৪টি দেশ ছাড়াও ভ্যাটিক্যান সিটি, তাইওয়ান, ফিলিস্তিনি, পশ্চিম সাহারা এসব দেশেও যান। এই ভ্রমণে প্রতি সপ্তাহে তাঁর খরচের বাজেট ছিল মাত্র ১০০ ডলার। আর তাঁর পুরো ভ্রমণের বাহন ছিল বাস, ট্রাক, ট্যাক্সি, কখনো ছোট নৌকা এবং….নিজের দু’টি পা!

বাংলাদেশ সময়: ০:৩৯:২১   ৩৩৫ বার পঠিত