মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৩
নারায়ণগঞ্জে হরতালে সংঘর্ষ, আহত ১০
Home Page » প্রথমপাতা » নারায়ণগঞ্জে হরতালে সংঘর্ষ, আহত ১০টানা ৩৬ ঘন্টা হরতালের শুরুতেই নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপিকর্মীদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।এদিকে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে নারায়ণগঞ্জ পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে শহরের চারারগোপ কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের সামনে থেকে হরতাল সমর্থনে মিছিল বের করে বিএনপি ও যুবদল কর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে বিএনপির মিছিল থেকে ঢিল ছোড়া শুরু হয়।
এক পর্যায়ে ধাওয়া- পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে সাংবাদিকসহ অন্তত ৫ জন আহত হন।
সকাল সাড়ে ৬টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে শহরের চাষাঢ়া এলাকাতেও। সেখানে বঙ্গবন্ধু সড়কের জাকির সুপার মার্কেট এলাকা থেকে বিএনপি কর্মীদের একটি মিছিল বের হওয়ার পর পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
এ সময় আরো ৫ জন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ওসি মঞ্জুর কাদের জানান, সকালে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে পুলিশ।
হরতালের মামলায় শীর্ষ নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে সারা দেশে ৩৬ ঘণ্টার এই হরতাল করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বুধবার সন্ধ্যা ৬টায় এই হরতাল শেষ হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১০:১৪:১৫ ৪৬৪ বার পঠিত