শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৩

সারাদেশে হরতাল ২৭, ২৮ ও ২৯ অক্টোবর

Home Page » প্রথমপাতা » সারাদেশে হরতাল ২৭, ২৮ ও ২৯ অক্টোবর
শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৩



begum_khaleda_zia_in_pre-budget_press_meet.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ২৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর হরতাল ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়াপারসন ও ১৮ দলীয় জোট নেত্রী বেগম চেয়ারপারসন বেগমা খালেদা জিয়া। সেই সঙ্গে আলোচনার জন্য ২ দিনের আল্টিমেটাম দিয়েছেন তিনি। এদিকে বক্তব্যের সময় তিনি বলেছেন, ‘২৭ তারিখ থেকে এ সরকারের মেয়াদ শেষ। এরপরই সরকার অবৈধ। তাই এ সরকারের আদেশ মানবেন না।’ এদিকে গতকাল বৃহস্পতিবার শিক্ষক-কর্মচারী সমাবেশে তিনি বলেছিলেন ২৫ অক্টোবর থেকে এ সরকারের মেয়াদ শেষ। তিনি ১৮ দলের সমাবেশ ঠেকাতে সরকারি অবরোধের অভিযোগও তুলেন। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বেগম খালেদা জিয়া বলেন, ‘আপনারা ভোট ছিনতাইয়ের অপচেষ্টা করে দিয়েছেন। জামালপুরের ডিসিকে দিয়ে নৌকা মার্কায় ভোট চেয়ে এ অপচেষ্টা শুরু করেছেন।’ এসময় তিনি এ সংক্রান্ত সংবাদ জনতার উদ্দেশ্যে তুলে ধরেন। খালেদা জিয়া বলেন, ‘আমরা গত পাঁচবছর শান্ত ছিলাম। কিন্তু এ অপচেষ্টা রোধে আমরা প্রতিরোধ গড়ে তুলবো।’ তিনি বলেন, ‘এ পাঁচবছরে সরকারের উন্নয়ন হলো হলমার্ক, ডেসটেনি আর ব্যাংক থেকে অর্থলুট। আমাদের দেশের সবচেয়ে বড় ব্যাংক সোনালী ব্যাংকের যে ক্ষতি করেছে তা আগামী ৩০৯ বছরেও পূরণ করা সম্ভব নয়।’ এর আগে শুক্রবার বিকেল ৪টায় সমাবেশস্থলে আসেন বেগম খালেদা জিয়া। তিনি সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে পৌঁছলে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা শ্লোগান ও করতালি দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানায়। তারা শিবিরি, শিবির শিবির…… বলে মুহুর্মূহ স্লোগান দিতে থাকে।

খালেদা জিয়া সমাবেশের মঞ্চে উঠেই উপস্থিত নেতাকর্মীর উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা গ্রহণ করেন। নেতাকর্মীরাও বেগম জিয়াকে করতালি দিয়ে শুভেচ্ছ জানান। তবে এ সময় বিএনপির তেমন স্লোগান মঞ্চে এসে পৌঁছেনি।

নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকামহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। দুপুর সোয়া দুইটায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।

বাংলাদেশ সময়: ২৩:০২:১৮   ৩৫৬ বার পঠিত