শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৩
শাহজালালে ১০ টি স্বর্ণের বারসহ হাজি আটক
Home Page » বিবিধ » শাহজালালে ১০ টি স্বর্ণের বারসহ হাজি আটকবঙ্গ-নিউজ ডট কমঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রায়শ স্বর্ণের চালান ধরা পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়না। শুধু স্বর্ণের বার উদ্ধারের খবরই গণমাধ্যমে প্রকাশ পায়। কিন্তু শনিবার ১ কেজি ১৯০ গ্রাম ওজনের ১০ টি স্বর্ণের বারসহ সুরুজজামান (৫২)নামের এক হাজিকে আটক করেছে বিমান বন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। শুক্রবার বিকেলে সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়। সুরুজজামানের বাড়ি রাজধানীর শান্তিনগরের জোনাকী গলিতে। বিমান বন্দর এপিবিএনের সিনিয়র এএসপি আলমগীর হোসেন বঙ্গনিউজকে বলেন, আটককৃত সুরুজজামান হজ শেষে দুপুর আড়াইটার দিকে সৌদি এয়ারলাইনসের এসবি ৮০৬ বিমানযোগে ঢাকায় আসেন। বিমান বন্দর নেমে তিনি গ্রিন চ্যানেলও অতিক্রম করেন। বিকেলে তিনি লাগেজ নিয়ে বোডিং পাস করার সময় আর্মড পুলিশ তাকে চ্যালেঞ্জ করে। পরে তার লাগেজ তল্লাশি করে ১ কেজি ১৯০ গ্রাম ওজনের ১০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২:১৮:০১ ৩১৬ বার পঠিত