শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৩

মমিনুলের বিশ্বরেকর্ড

Home Page » ক্রিকেট » মমিনুলের বিশ্বরেকর্ড
শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৩



1382681430169551.jpgবঙ্গনিউজ ডটকমঃ

ক্যারিয়ারের ১ম ৫ টেষ্টে ৫৮৪ রান করে স্যার ডন ব্রাডম্যানের রেকর্ড ভেঙ্গে বিশ্বরেকর্ড গড়লেন বাংলাদেশের লিটল মাস্টার মমিনুল হক! ডন ব্রাডম্যান প্রথম ৫ টেস্টে করেছিলেন ৪৭৬ রান।

চট্টগ্রামে ১৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে আবারও শতকের দেখা পান মমিনুল। ঢাকা টেষ্টের ৪র্থ দিন শেষে ১২৬ রানে অপরাজিত আছেন মমিনুল।

বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের টানা দুই টেস্টে শতকের এটা দ্বিতীয় ঘটনা। এর আগে লর্ডস ও ম্যানচেস্টার টেস্টে টানা শতক করেছিলেন তামিম।

গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে গলে টেস্ট অভিষেক হয় ২২ বছর বয়সী এই ব্যাটসম্যানের। অভিষেকেই খেলেছিলেন ৫৫ রানের এক ঝলমলে এক ইনিংস।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:৪০   ৪০৩ বার পঠিত