বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৩
স্থাবর-অস্থাবর সব সম্পত্তি হারাতে পারেন আর্জেন্টিনার সাবেক তারকা-ডিয়েগো ম্যারাডোনা।
Home Page » খেলা » স্থাবর-অস্থাবর সব সম্পত্তি হারাতে পারেন আর্জেন্টিনার সাবেক তারকা-ডিয়েগো ম্যারাডোনা।বঙ্গ-নিউজ ডটকমঃ আয়কর ফাঁকি দেয়ার কারণে বড় ধরনের ঝামেলায় পড়তে যাচ্ছেন ডিয়েগো ম্যারাডোনা। ইতালিতে তার স্থাবর-অস্থাবর সব সম্পত্তি হারাতে পারেন আর্জেন্টিনার সাবেক তারকা।
আয়কর না দেয়ায় ম্যারাডোনার সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে ইতালির আয়কর বিভাগ।
১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ইতালির দল নাপোলির হয়ে খেলেছিলেন ম্যারাডোনা। সে সময়ে তার অসাধারণ নৈপুণ্যে দুবার ইতালিয়ান সেরি-আয় চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।
কিন্তু ঐ ৭ বছরে আর্জেন্টাইন-কিংবদন্তির ফাঁকি দেয়া আয়কর এখন সুদে-আসলে তিন কোটি ৯০ লাখ ইউরোতে দাঁড়িয়েছে।
ইতালির ‘ইকুইতালিয়া’ পত্রিকা জানিয়েছে, সম্পদ জব্দ করার সিদ্ধান্তের কথা জানিয়ে এরই মধ্যে ম্যারাডোনাকে নোটিশ পাঠিয়ে দিয়েছে আয়কর বিভাগ।
গত শুক্রবার আত্মজীবনী নিয়ে নির্মিত একটি ভিডিও চিত্রের উদ্বোধন করতে ইতালিতে যান ম্যারাডোনা। মিলানের একটি হোটেলে থাকার সময় আয়কর বিভাগের পাঠানো এ সংক্রান্ত কাগজপত্র হাতে পান আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক।
২০০৬ সালে ইতালি সফরের সময় ম্যারাডোনার দুটি রোলেক্স ঘড়ি ও হীরার কানের দুল কেড়ে নিয়েছিল দেশটির আয়কর বিভাগ।
বাংলাদেশ সময়: ২০:৫২:৪৮ ৪১৯ বার পঠিত