বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৩

ফার্নান্দো তোরেসের জোড়া গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে চেলসি

Home Page » খেলা » ফার্নান্দো তোরেসের জোড়া গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে চেলসি
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৩



chelseasfernandotorres3rdrscoresagoalpastschalke04sgoalkeepertimohildebrandduringtheirchampionsleaguesoccermatchingelsenkirchenoctober222013reuters.JPGবঙ্গ-নিউজ ডটকমঃ ফার্নান্দো তোরেসের জোড়া গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে চেলসি। মঙ্গলবার জার্মানির শালকেকে ৩-০ গোলে সহজেই হারিয়েছে ইংল্যান্ডের দলটি।গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বাসেলের কাছে ২-১ গোলে অঘটনের শিকার হয়েছিল কোচ জোসে মরিনিয়োর শিষ্যরা। তবে দ্বিতীয় ম্যাচে রোমানিয়ার স্টুয়া বুকুরেশ্টকে ৪-০ গোলে বিধ্বস্ত করে কক্ষপথে ফেরে তারা।

এদিন প্রতিপক্ষের মাঠে ‘ব্লুজ’ নামে পরিচিত চেলসিকে প্রথম এগিয়ে নেন স্পেনের স্ট্রাইকার তোরেস। পঞ্চম মিনিটে ডি বক্সের মাঝে সার্বিয়ার ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচের হেড থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি। ঐ এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

ম্যাচের ৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুন করা গোলটিও তোরেসের। ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কারের দারুণ এক পাস থেকে একরকম বিনা বাধায় বল জালে জড়ান তিনি। এই গোলেই মূলত জয় নিশ্চিত হয়ে যায় ২০১১-১২ মৌসুমের চ্যাম্পিয়নদের।

আর নির্ধারিত সময় শেষের তিন মিনিট বাকি থাকতে তৃতীয় গোলটি করেন বেলজিয়ান ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড।

এদিন স্টুয়া বুকুরেশ্ট ও বাসেলের মধ্যে অনুষ্ঠিত ‘ই’ গ্রুপের অপর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

শালকের বিপক্ষে সহজ এই জয়ে তিন ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো চেলসি। শালকের পয়েন্টও ছয় কিন্তু গোল গড়ে পিছিয়ে আছে তারা।

বাংলাদেশ সময়: ২০:৪০:৪৭   ৪৪৬ বার পঠিত