বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৩
দ্বিতীয় টেস্টের প্রথম দিনে পাকিস্তান ৯৯ রানে অলআউট
Home Page » ক্রিকেট » দ্বিতীয় টেস্টের প্রথম দিনে পাকিস্তান ৯৯ রানে অলআউটবগ নিউজ ডটকমঃ দ্বিতীয় টেস্টের প্রথম দিনে পাকিস্তানকে ৯৯ রানে গুড়িয়ে দিয়ে চালকের আসনে উঠে বসেছে দক্ষিণ আফ্রিকা। দিনশেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১২৮রান।সাত উইকেট হাতে রেখে ২৯ রানে এগিয়ে আছে অতিথিরা। দিনশেষে ৬৭ রানে অপরাজিত আছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। আর ‘নাইট ওয়াচম্যান’ ডেল স্টেইন তিন রানে ব্যাট করছেন।
বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক। তবে শূন্য রানে খুররাম মনজুর আউট হয়ে গেলে বড় একটা ধাক্কা খায় পাকিস্তানিরা।
শুরুর ঐ ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি মিসবাহরা। দলীয় ৩৮ রানের মাথায় আজহার আলীর প্যাভিলিয়নে ফেরা দিয়ে পাকিস্তানের চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের শুরু। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে কেউই প্রতিরোধ গড়তে পারেনি। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করে অপরাজিত থাকেন জুলফিকর বাবর।
টেস্ট ক্রিকেটে পাকিস্তানের এটি ১৬তম সর্বনিম্ন স্কোর। তাদের সর্বনিম্ন ইনিংস হলো ৪৯, গত ফেব্রয়ারিতে জোহানেসবার্গে তাদের এই লজ্জা দিয়েছিল দক্ষিণ আফ্রিকাই।
৩২ রানে পাঁচ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সফল বোলার স্পিনার ইমরান তাহির। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট পেলেন তিনি। এছাড়া পেসার ডেল স্টেইন পেয়েছেন তিনটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার দলীয় ৩৭ রানে আলভিরো পিটারসেন (২৬) জুলফিকার বাবরের বলে এলবিডব্লিউ হলেও ছোট্ট সে ধাক্কা সামলে ওঠেন স্মিথ। ডিন এলগারকে (২৩) সঙ্গে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন তিনি।
তবে হতাশ করেছেন টেস্টের দ্বিতীয় সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস। সাত রান করে স্পিনার সাইদ আজমলের বলে এলবিডব্লিউ হন তিনি।
৪২ রানে দুই উইকেট নিয়ে পাকিস্তানের সফল বোলার সাইদ আজমল।
প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ এগিয়ে আছে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান: ৩৬.৪ ওভারে ৯৯ (মনজুর ০, মাসুদ ২১, আজহার ১৯, ইউনুস ১০, মিসবাহ ২, শফিক ১০, আকমল ০, আজমল ০, বাবর ২৫*, ইরফান ০, জুনায়েদ ৪; তাহির ৫/৩২, স্টেইন ৩/৩৮, মরকেল ১/১২)
দক্ষিণ আফ্রিকা: ৪৯ ওভারে ১২৮/৩ (পিটারসেন ২৬, স্মিথ ৬৭*, এলগার ২৩, ক্যালিস ৭, স্টেইন ৩*; আজমল ২/৪২, বাবর ১/৭)
বাংলাদেশ সময়: ১৮:২২:৩০ ৪১৬ বার পঠিত