বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৩

মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ডের একমাত্র টি-টোয়েন্টি

Home Page » ক্রিকেট » মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ডের একমাত্র টি-টোয়েন্টি
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৩



stadium_criket.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ সিলেট বিভাগীয় স্টেডিয়াম নয়, আগামী ৬ নভেম্বর বাংলাদেশ-নিউ জিল্যান্ড একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমোদন পেলে ম্যাচটি সিলেট বিভাগীয় স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির।

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের কয়েকটি ম্যাচ সিলেটে আয়োজনে আগ্রহী বিসিবি। সিলেট স্টেডিয়ামের সংস্কার কাজের জন্য টি-টোয়েন্টি ম্যাচটি মিরপুরে সরিয়ে নেয়া হয়েছে।

বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী জানান, “আইসিসির বেঁধে দেয়া সময়সীমার মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো ভেন্যু সম্পূর্ণ প্রস্তুত করাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। আমাদের মনে হয়েছে, সিলেট স্টেডিয়ামে নিরবচ্ছিন্ন সংস্কার কাজের সুবিধার জন্য টি-টোয়েন্টি ম্যাচটি সেখান থেকে সরিয়ে নেয়াই উত্তম।”

লন্ডনে সদ্য সমাপ্ত সভায় বিশ্বকাপের ভেন্যুগুলোর সংস্কারের জন্য বিসিবিকে ৩০ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি।

বাংলাদেশ সময়: ১৮:১৭:২৮   ১৩৪০ বার পঠিত