বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৩

চার মহানগরের পর এবার রাজশাহীতেও পাল্টাপাল্টি সমাবেশের ডাক-১৪৪ধারা জারি

Home Page » সংবাদ শিরোনাম » চার মহানগরের পর এবার রাজশাহীতেও পাল্টাপাল্টি সমাবেশের ডাক-১৪৪ধারা জারি
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৩



বঙ্গ-নিউজ ডটকমঃ চার মহানগরের পর এবার রাজশাহীতেও পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল ও বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

শুক্রবার বেলা ১১টায় সাহেববাজার জিরোপয়েন্টে ১৪ দল এবং একই সময়ে রাজশাহী কলেজে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে ১৮ দলীয় জোট।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, “সকাল ১০টা থেকে ১৪ দলের নেতাকর্মীরা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থান নিবেন। বেলা ১১টার সময় সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সাহেববাজার জিরোপয়েন্টে সমাবেশ করা হবে।”

তিনি আরো বলেন, “২৫ ও ২৬ অক্টোবর সাহেববাজার জিরোপয়েন্টে বিক্ষোভ সমাবেশ করার আবেদন করে মহানগর পুলিশের অনুমতি নেয়া হয়েছে।”

এদিকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন বলেন, “সকাল ১০টা থেকে ১৮ দলের নেতাকর্মীরা রাজশাহী কলেজ চত্ত্বরে সমবেত হবে। বেলা ১১টায় সমাবেশ করে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। ”

তিনি আরো বলেন, “আবেদন করে পুলিশের অনুমতি পাওয়া যাবে না বলেই আবেদন করা হয়নি।”

এ বিষয়ে মহানগর পুলিশ কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, “নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বিক্ষোভ সমাবেশ করার অনুমতি নিয়ে ১৪ দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। কিন্তু ১৮ দলের পক্ষ থেকে কোন আবেদন করা হয়নি।”

অনুমতি ছাড়া নগরীতে কাউকে বিক্ষোভ সমাবেশ করতে দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, “সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারির ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। ১৮ দল বিক্ষোভ সমাবেশ করবে তা নিশ্চিত হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।”

যেকোন নাশকতা এড়াতে বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহী মহানগরীতে পুলিশকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। নগরীর প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করা হচ্ছে।

নগরীতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও তিনি জানান।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শুক্রবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি রয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোটের। ক্ষমতাসীন দল আওয়ামী লীগও মাঠে থাকার ঘোষণা দিয়েছে।

পাল্টাপাল্টি কর্মসূচিতে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠার প্রেক্ষাপটে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও খুলনায় সব ধরনে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮:০৭:১৪   ৪৬২ বার পঠিত