রবিবার, ২৩ ডিসেম্বর ২০১২
শনিবারের গণমিছিল সফল করার আহ্বান ১৪ দলের
Home Page » প্রথমপাতা » শনিবারের গণমিছিল সফল করার আহ্বান ১৪ দলেরবঙ্গ নিউজ ডট কম- ঢাকা, ডিসেম্বর ২১ যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর ও জনগণকে সচেতন করতে শনিবারের গণমিছিল কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল
শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের নেতারা দেশব্যাপী এ কর্মসূচি নিয়ে সভা করেন।
দুপুর তিনটায় ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় মঞ্চের সামনে গিয়ে তা শেষ হবে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর সভাপতিত্বে সভায় ঢাকাসহ দেশের সব জেলা, উপজেলায় গণমিছিল সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় এ নিয়ে সমমনা ছাত্র ও যুব সংগঠনের নেতাদের সঙ্গেও আলোচনা হয়।
এতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জাসদ নেত্রী শিরীন আখতার ছাড়াও ছাত্র ও যুব সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
গত ৯ ডিসেম্বর আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল ঢাকাসহ সারা দেশে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করে।
বাংলাদেশ সময়: ৮:২৮:৩৪ ৫৩২ বার পঠিত