বুধবার, ২৩ অক্টোবর ২০১৩
গ্রীনরোড-আজিমপুরে ছাত্রদলের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ
Home Page » সংবাদ শিরোনাম » গ্রীনরোড-আজিমপুরে ছাত্রদলের মিছিল থেকে ককটেল বিস্ফোরণবঙ্গ-নিউজ ডটকমঃ রাজধানীর গ্রীনরোড ও আজিমপুর এলাকায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল থেকে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল নয়টার দিকে তেজগাঁও কলেজ ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ফার্মগেট হয়ে গ্রীনরোড এলাকায় যেতেই বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন মিছিলে অংশগ্রহণকারীরা। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে পথচারীরা দিগবিদিক ছুটতে থাকেন। পরে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে আসলে মিছিলকারীরা সটকে পড়েন। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমিন বঙ্গনিউজকে জানান, তেজগাঁও ছাত্রদলের একটি মিছিল গ্রীনরোড এলাকার দিকে যাওয়ার সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
এদিকে, প্রায়ই একই সময়ে আজিমপুর কলোনির ভেতরের রাস্তায় ছাত্রদল কর্মীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোস্তাকিন বঙ্গনিউজকে জানান, সকাল নয়টার দিকে ছাত্রদলের বেশ কয়েকজন কর্মী মোটরসাইকেল নিয়ে এসে অতর্কিতভাবে রাস্তায় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে অবস্থান করছে।
বাংলাদেশ সময়: ১৪:১৩:২৬ ৩৪৪ বার পঠিত