মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৩

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অগ্নিকাণ্ড, আহত ৫

Home Page » সংবাদ শিরোনাম » ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অগ্নিকাণ্ড, আহত ৫
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৩



images10.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের চক্ষু বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীর স্বজনসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে চক্ষু বিভাগের স্টোর রুমের তিন স্তর বিশিষ্ট কাঠের সেলফসহ কিছকাগজপত্র পুড়ে গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের তিন তলার চক্ষু বিভাগের স্টোর রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চক্ষু বিভাগে চিকি‍ৎসা নিতে আসা আলমগীর হোসেন বঙ্গনিউজকে জানান, দরজা বন্ধ থাকা স্টোর রুম থেকে ধোঁয়া বের হতে দেখে তিনি ওই বিভাগের ৩০৬ নম্বর কক্ষে কর্মরত সেবিকাদের জানান। পরে সেবিকাসহ সবাই আতঙ্কিত হয়ে দৌড়ে নিচে নেমে যান। এরপর তিনি হাসপাতালের বারান্দায় থাকা অগ্নি নির্বাপক সিলিন্ডার থেকে গ্যাস ছেড়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এরই মধ্যে পুরো তিনতলা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

পরে খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের ফায়ারম্যান জহিরুল ইসলাম জানান, সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪:২০:৩৫   ৩৬৪ বার পঠিত