সোমবার, ২১ অক্টোবর ২০১৩

পাকিস্তানে যাত্রাবাহী ট্রেনে বোমা হামলা, নিহত ৬

Home Page » বিশ্ব » পাকিস্তানে যাত্রাবাহী ট্রেনে বোমা হামলা, নিহত ৬
সোমবার, ২১ অক্টোবর ২০১৩



pakistan-train-bg20131021020744.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ পাকিস্তানের কোয়েটায় যাত্রীবাহী একটি ট্রেনে বোমা হামলায় অন্তত ৬ জন নিহত ও ১৭ জন আহত হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সোমবার সকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের নাসির আবাদ জেলার একটি জংশনের কাছে রেললাইনে আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। প্রাদেশিক স্বরাষ্ট্র সচিব আসাদ গিলানি সংবাদ মাধ্যমকে জানান, ট্রেনটি জংশনের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই এ বিস্ফোরণ ঘটানো হয়। দুর্বৃত্তদের বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল। স্থানীয় কর্মকর্তা জাফর শাহ বুখারী সংবাদ মাধ্যমকে জানান, রাওয়ালপিণ্ডি থেকে কোয়েটায় যাওয়ার সময় জাফর এক্সপ্রেস নামক ওই যাত্রীবাহী ট্রেনটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। বুখারী জানিয়েছেন, বোমা বিস্ফোরণে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। কয়েকশ’ যাত্রীবাহী ট্রেনটিতে কারা এ হামলা চালিয়েছে এ ব্যাপারে কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬:১২:৪৮   ৩২৪ বার পঠিত