সোমবার, ২১ অক্টোবর ২০১৩

খালেদা-মজীনা বৈঠক সন্ধ্যায়

Home Page » বিশ্ব » খালেদা-মজীনা বৈঠক সন্ধ্যায়
সোমবার, ২১ অক্টোবর ২০১৩



kahleda-mozina-bg-72520131020235156.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। সোমবার সন্ধ্যা ছয়টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকটি হবে। গুলশান কার্যালয়ের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন আহমেদ দিদার বৈঠকের কথা নিশ্চিত করেছেন। নির্বাচনকালীন সর্বদলীয় অন্তর্বর্তী সরকার গঠনে প্রধান বিরোধী দল বিএনপির কাছে নাম চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুক্রবারের প্রস্তাবের জবাবে নিজেদের অবস্থান ব্যাখ্যা দিতে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছেন খালেদা জিয়া। রোববারও তিনি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তারপরও তিনি প্রধানমন্ত্রীর প্রস্তাবের পাল্টা এক বিকল্প প্রস্তাব দেবেন বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে সংলাপ-সমঝোতার ভিত্তিতে যাতে রাজনৈতিক সংকট দূর হয় এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন হয় সেজন্য তৎপর বিদেশি কূটনৈতিকসহ দাতা দেশ-সংস্থাগুলো। এ বিষয়ে গুরুত্বপূর্ণ ও নেতৃস্থানীয় ভূমিকা রাখছেন মার্কিন রাষ্ট্রদূত মজীনা। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তাই খালেদা-মজীনা বৈঠকটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:৪৭:৩৪   ৩৭৫ বার পঠিত