শনিবার, ১৯ অক্টোবর ২০১৩
রাতের জার্নিতে ঢাকায় ফেরার মিছিল
Home Page » প্রথমপাতা » রাতের জার্নিতে ঢাকায় ফেরার মিছিলবঙ্গ-নিউজ ডটকমঃ ঈদের ছুটি শেষে গ্রাম থেকে শুক্রবার রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয় কর্মজীবী মানুষ। রাস্তায় তেমন যানজট না থাকায় শনিবার মধ্যরাত থেকে শুরু করে ভোর পর্যন্ত সময়ে অনেকে ঢাকায় এসে পৌঁছেন। শনিবার রাতে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড, কলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে রাজধানীতে ফিরে আসার এসব দৃশ্য দেখা যায়। ঠাণ্ডা আবহাওয়া, শুনশান নীরবতা, ধূলিমুক্ত পথ আর বিরতিহীন যাত্রার জন্য রাতের জার্নিকেই আরামদায়ক বললেন লঞ্চ, ট্রেন ও বাসের এসকল যাত্রী। লালমনিরহাট থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের যাত্রী তপন বর্মণ বঙ্গনিউজকে বলেন, আমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। শুক্রবার আমার ছুটি শেষ হয়ে গেছে। শনিবার থেকে অফিস করতে হবে। তাই শুক্রবার রাত ৮টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাস্তায় কোনো যানজট না থাকায় রাত তিনটায় গাবতলী এসে পৌঁছেছি। তিনি বলেন, আমি সাধারণত রাতে জার্নি করি। কারণ রাতের জার্নিতে শরীর তেমন ক্লান্ত হয় না। গাড়ির ভেতরে চাইলে ঘুমিয়েও থাকা যায়।
চাঁদপুর থেকে লঞ্চে করে সদরঘাটে আসা স্কুল শিক্ষিকা সিদ্দিকা রওশন রোজি বঙ্গনিউজকে বলেন, আমি খুব আরামে চাঁদপুর থেকে ঢাকা এসেছি। ঈদের আগে বাড়ি যাওয়ার সময় অনেক কষ্ট করতে হয়েছিল। ঢাকায় ফিরে আসার ক্ষেত্রে সেরকম কিছু হয়নি।
রংপুর থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেসের যাত্রী মাহেরা বানু ভোর পাঁচটায় কমলাপুর রেলস্টেশনে পৌঁছান। তিনি বলেন, রাত আটটায় রংপুর থেকে ট্রেনে উঠেছি। ট্রেন কোথাও দেরি করেনি। যাত্রীদের ভিড়ও ছিল না তেমন। খুব আরামে এসেছি।
ঈদে বাড়িতে যাওয়া রাজধানীবাসির ফিরে আসার মিছিল পুরোদমে শুরু হয়নি এখনো। তবু যাত্রী পেতে সমস্যা হচ্ছে না গাড়ি মালিকদের। তবে, ঈদের আগের সময়ের মতো যাত্রীদের ঠাসাঠাসি ভিড় না থাকায় তুলনামূলক কম ব্যবসা হচ্ছে তাদের।
মানিক এক্সপ্রেসের গাড়ি চালক মোঃ নুরুল ইসলাম বঙ্গনিউজকে বলেন, রাস্তা এখনও প্রায় ফাঁকা। খুব আরামে গাড়ি নিয়ে ঢাকায় এলাম। যাত্রী পেতেও সমস্যা হচ্ছে না। রাস্তা ফাঁকা থাকার কারণ, সবাই একসঙ্গে গ্রামে গেলেও ফিরে আসে ভিন্ন ভিন্ন সময়ে।
এদিকে, ঈদের পর যাত্রী পরিবহনগুলোতে টিকেটের মূল্যও স্বাভাবিক রয়েছে বলে জানান যাত্রীরা। জয়পুরহাট থেকে এসআর ট্রাভেলসে ঢাকায় আসা বেসরকারি ব্যাংকের কর্মকর্তা নার্গিস খান বলেন, আমি কল্পনাও করতে পারেনি এত নির্বঘ্নে ঢাকায় ফিরতে পারবো। রাস্তায় কোনো যানজট ছিল না। আবহাওয়াটাও অনেক চমৎকার। আর টিকেটের মূল্যও ছিল স্বাভাবিক।
বাংলাদেশ সময়: ১২:২০:০০ ৫০২ বার পঠিত