শনিবার, ১৯ অক্টোবর ২০১৩
সিরিয়াকে আবারও যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি
Home Page » বিশ্ব » সিরিয়াকে আবারও যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারিবঙ্গ- নিউজ ডটকমঃ সিরিয়ার সরকারের প্রতি আবারও হুঁশিয়ারি উচ্চারণ করলো যুক্তরাষ্ট্র। দামেস্কের উপকণ্ঠে অনাহারে থাকা নাগরিকদের কাছে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছানোর ব্যাপারে এ হুঁশিয়ারি দিলো তারা। ওয়াশিংটন জানিয়েছে, সিরিয়াতে সেনাবাহিনীর কয়েক মাস দীর্ঘ অবরোধের ফলে অনেক মানুষ খাদ্য, পানি ও ওষুধের জন্য বেপরোয়া হয়ে উঠেছে। তারা এ সংক্রান্ত একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জানায়, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রাসাদের মাত্র কয়েক কিলোমিটার দূরেই শিশুরা অপুষ্টিজনিত কারণে মৃত্যুর সম্মুখীন হচ্ছে। সিরিয়ার সেনাবাহিনী দামেস্কের উপকণ্ঠ ইয়ারমৌক, পূর্ব ঘৌটা ও মৌদামিয়াহ কয়েক মাস ধরে অবরোধ করে রেখেছে। তারা বিদ্রোহীদের হুমকি দিয়ে বলেছে, হয় আত্মসমর্পণ করতে হবে অথবা অনাহারে থাকতে হবে। ওয়াশিংটন জানিয়েছে, অনাহারে সেসব এলাকার মানুষের অবস্থা এমন হয়েছে যে, গত সপ্তাহে ধর্মীয় নেতারা মানুষকে বেঁচে থাকার জন্য এমন কিছু প্রাণি খাওয়ার অনুমতি দিয়েছেন যেসব প্রাণি সাধারণভাবে খাওয়ার ব্যাপারে ধর্মের নিষেধাজ্ঞা রয়েছে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি শুক্রবার এক বিবৃতিতে বলেন, ‘আমরা সিরিয়া সরকারকে যত দ্রুত সম্ভব ত্রাণ সহায়তা পাঠাতে বলেছি।’তিনি আসাদ বাহিনীকে হুমকি দিয়ে বলেন, ‘দামেস্কের উপকণ্ঠে ও সিরিয়াজুড়ে এ নৃশংসতার জন্য দায়ীদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে।’তিনি আরও বলেন, ‘মৌদামিয়াহতে প্রায় এক বছর ধরে মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো পাচ্ছে না। তাদেরকে একটু খাবারের জন্য রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। শাসকবাহিনী ইচ্ছাকৃতভাবেই এ কাজ করেছে।’
এদিকে সিরিয়ার বিদ্রোহীরা জানিয়েছে, তারা এখন থেকে অপুষ্টিজনিত কারণে মৃতদের সংখ্যা গুণে রাখা শুরু করেছে।
বাংলাদেশ সময়: ১১:৩৩:২৬ ৩৫৯ বার পঠিত