সোমবার, ১৪ অক্টোবর ২০১৩
খাবার খেয়ে অসুস্থ ১৬ গরু ব্যবসায়ী
Home Page » সংবাদ শিরোনাম » খাবার খেয়ে অসুস্থ ১৬ গরু ব্যবসায়ীবঙ্গ- নিউজ ডটকমঃ গরীর পাহাড়তলী থানার সাগরিকা গরুর বাজারে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে ১৬ গরু ব্যবসায়ী। রোববার গভীর রাতে এ ঘটনার পরে সহযোগীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
এরআগে শনিবার রাতে নগরীর পতেঙ্গা স্টিল গরুর বাজারে খাবার খেয়ে ২৩ গরু ব্যবসায়ী অজ্ঞান হয়ে পড়েছিলেন।
অসুস্থ গরু ব্যবসায়ীরা হলেন- মো. ছাদেকুল(৩৫), মো. সৈয়দুল(৩০), আবদুল মতিন(২৮), মো. আনারুল(৩৫), মো. শফিকুল(৩২), মো. মকবুল(৩৫) মেহেরুল(৪০), ছাদেকুল(৪১), জহিরুল(৩২) মো. শরীফ(৩০), মো. তফজল(৫০), মো. হুমায়ুন(৫৫), ছাদেকুল(৪০), মো. সেলিম(২৭), মোজাম্মেল(২৫) ও আবুল কালাম(২৪)। ব্যবসায়ীরা সবাই চাপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। চাপাইনবাবগঞ্জের গরু ব্যবসায়ী মো. শেতাবুল বঙ্গনিউজকে বলেন, ‘রোববার ১টার দিকে গরু বেচাকেনা শেষে রান্না করে সবাই খাওয়া দাওয়া করি। খাবার শেষে আমাদের সঙ্গে থাকা বেপারিরা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। রাত দু’টার দিকে আরো কয়েকজন আহত হয়ে পড়লে তাদেরও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’ তবে কোন ধরণের টাকা পয়সা খোয়া যায়নি বলে জানান শেতাবুল ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদ বঙ্গনিউজকে বলেন, সাগরিকা গরুর বাজার থেকে রোববার রাত দেড়টার দিকে অজ্ঞান অবস্থায় ১০জনকে নিয়ে আসা হয়। পরে রাত ২টার দিকে আরো ৬ জনকে নিয়ে আসা হয়। তাদেরকে হাসপাতালের ১৪ নং ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। খাবারে বিষাক্ত কিংবা নেশা জাতীয় কিছু মিশিয়ে দেওয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে।’
বাংলাদেশ সময়: ১১:৩৬:১৭ ৩৯০ বার পঠিত