রবিবার, ১৩ অক্টোবর ২০১৩

না.গঞ্জে সংঘর্ষে পুলিশের ফাঁকা গুলি, আটক ২

Home Page » সংবাদ শিরোনাম » না.গঞ্জে সংঘর্ষে পুলিশের ফাঁকা গুলি, আটক ২
রবিবার, ১৩ অক্টোবর ২০১৩



songroso_protest-33_4324.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহরণের ঘটনা নিয়ে বিরোধে জড়িয়ে পড়া দুই গ্রুপের সংঘর্ষ থামাতে ফাঁকা গুলি করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়। রোববার বিকেলে ফতুল্লার পাগলা দক্ষিণ রসুলপুর ভাঙ্গাপুল এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পাঁচ জন আহত হয়। তখন কয়েকটি হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আটক হওয়ারা হলেন ভাঙ্গাপুল এলাকার শিল্পী বেগম (২৫) ও তার স্বামী শহীদুল ইসলাম (৩০)। পুলিশ ও এলাকাবাসী জানায়, পাগলার ভাঙ্গাপুল এলাকার মান্নান মিয়ার ভাড়াটিয়া শাহ আলমের আট বছরের ছেলে বাবুকে (৮) রোববার বিকেল ৫টায় অপহরণের চেষ্টা করে শহীদুল ও তার স্ত্রী শিল্পী। ওই সময়ে এলাকার লোকজন স্বামী-স্ত্রীকে হাতেনাতে আটক করে বাবুকে উদ্ধার করে। স্থানীয় যুবলীগের নামধারী নেতা জাহাঙ্গীর বিষয়টি মীমাংসার কথা বললে বাধ সাধেন হোসেন আলী নামের এক ব্যক্তি। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে এ বাকবিতণ্ডার জের ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই সময়ে কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় পাঁচ জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশারের নেতৃত্বাধীন একদল পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশের উপস্থিতিতেই দুই গ্রুপের মধ্যে আবারও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসআই আবুল বাশার বঙ্গনিউজকে জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।  পুলিশ ঘটনাস্থল থেকে শিল্পী ও শহীদুলকে আটক করেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:৪২   ৩৫১ বার পঠিত