রবিবার, ১৩ অক্টোবর ২০১৩
জামায়াত-শিবিরের হরতাল চার জেলায়, বিক্ষোভ মিছিল
Home Page » প্রথমপাতা » জামায়াত-শিবিরের হরতাল চার জেলায়, বিক্ষোভ মিছিলবঙ্গ-নিউজ ডটকমঃ চুয়াডাঙার দর্শনায় পুলিশের গুলিতে শিবিরকর্মী নিহতের প্রতিবাদে রোববার চার জেলায় জামায়াত-শিবিরের ডাকা অর্ধদিবস হরতালে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির কর্মীরা। এ সময় তারা রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দেয় ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা করে। রোববার সকাল ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল ছয়টা থেকে পৌনে সাতটা পর্যন্ত জামায়াত-শিবির কর্মীরা মেহেরপুর কুষ্টিয়া সড়কের আলমপুর নামক স্থানে জামায়াত নেতা তারেক মোহাম্মদের নেতৃত মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে এবং দিনদত্ত ব্রিজ থেকে রাজনগর বাজার পর্যন্ত জামায়াত নেতা আব্দুল জাব্বারের নেতৃত্বে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা করে।
এদিকে সকাল থেকে এখন পর্যন্ত কুষ্টিয়ায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহরজুড়ে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের উপস্থিতিতে দোকানপাট খুলতে শুরু করেছে।
এছাড়া জামায়াত-শিবিরের হরতালের কারণে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
রোববার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত চুয়াডাঙা, কুষ্টিয়া, মেহেরপুর ও ঝিনাইদহে এ হারতাল পালনের ঘোষণা দেন জামায়াত-শিবির।
হরতালে নাশকতা এড়াতে শনিবার সন্ধ্যা থেকে চুয়াডাঙা জেলা সদরের পাশাপাশি দর্শনা, হাসাদহ ও বদরগঞ্জ বাজারসহ জামায়াত-শিবির নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বিজিবি টহল অব্যাহত রয়েছে।
এদিকে, হরতালের সমর্থনে শনিবার সকালে চুয়াডাঙা, দামুড়হুদা , জীবননগর, আলমডাঙ্গা ও দর্শনাসহ জেলার বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে শিবির কর্মীরা।
চুয়াডাঙা জেলা জামায়াতের আমির আনোয়ারুল ইসলাম মালিক ও জেলা ছাত্রশিবিরের সভাপতি বেলাল হোসেন বঙ্গনিউজকে জানান, পুলিশের এ নৃশংস ঘটনার প্রতিবাদে চার জেলায় অর্ধদিবস হরতাল পালন করা হবে।
যদিও এর আগে সকাল-সন্ধ্যা পালনের ঘোষণা দিয়েছিলো তারা। পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শ করে ঈদ ও পূজার কথা বিবেচনা করে অর্ধদিবস করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
অপরদিকে, জামায়াত-শিবিরের ডাকা হরতাল প্রতিহতের ঘোষণা দিয়েছেন জেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
চুয়াডাঙা জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুর রহিম শাহ চৌধুরী বঙ্গনিউজকে জানান, হরতাল অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে পুলিশ ও র্যাবের টহল জোরদার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০:৪১:২৪ ৩৯৯ বার পঠিত