শনিবার, ১২ অক্টোবর ২০১৩
যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর জেনারেল বরখাস্ত
Home Page » বিবিধ » যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর জেনারেল বরখাস্তবঙ্গ-নিউজ ডটকমঃ ব্যর্থতার অভিযোগে এবার বরখাস্ত করা হলো যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর পারমাণবিক মিসাইল উইং প্রধান জেনারেল মাইকেল কেরিকে। একই অভিযোগে ৯ অক্টোবর বরখাস্ত হন দেশটির নৌ বাহিনীর ভাইস অ্যাডমিরাল টিম গিয়ারডিনা। খবর বিবিসি অনলাইনের। খবরে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে, পারমাণবিক মিসাইল ব্যবহারে মাইকেল কেরির প্রতি আস্থা ও নির্ভরশীলতার ঘাটতি ছিল। মূলত পেশাগত দায়িত্ব পালনে ব্যর্থতার কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র বিমান বাহিনী। মাইকেল কেরি বিমান বাহিনীর দুই তারকা জেনারেল। যিনি যুক্তরাষ্ট্রে তিনটি স্থানে ৪৫০টি মিসাইল ব্যবহার প্রতিরোধে ব্যর্থ হন।
বাংলাদেশ সময়: ২২:৪৩:৪৩ ৩৩৪ বার পঠিত