শনিবার, ১২ অক্টোবর ২০১৩
সন্ধ্যায় মণ্ডপে ভক্তদের ঢল
Home Page » জাতীয় » সন্ধ্যায় মণ্ডপে ভক্তদের ঢলবঙ্গ-নিউজ ডটকমঃ শনিবার শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী। মহাষ্টমীর দিন সকাল ৯টা ৪৮ মিনিটের মধ্যে সারা বাংলাদেশে প্রায় ৩০ হাজার মন্দিরে দুর্গাদেবীর যথাবিহিত পূজা শুরু হয়ে সকাল ১০টায় শেষ হয়। মহাষ্টমীর ব্রতোপবাস পালন করা হয়। বিকেল ৪টা ১৮ মিনিট থেকে ৫টা ৬ মিনিটের মধ্যে সন্ধিপূজা সমাপন হয়। রামকৃষ্ণ মিশনে সন্ধি পূজা অনুষ্ঠিত হয় ৩টা ৩৩ মিনিট থেকে ৪টা ২১ মিনিটের মধ্যে। দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে আসেন বাংলাদেশে ভারতীয় ডেপুটি হাই কমিশনার সন্দীপ চক্রবর্তী। তিনি দেবী প্রণাম শেষে মন্দির চত্বর ঘুরে দেখেন। এদিন মহাষ্টমীর মূল আকর্ষণ ছিল কুমারী পূজা। ঢাকা, নারায়ণগঞ্জ, দিনাজপুরসহ দেশের বিভিন্ন রামকৃষ্ণ মিশনসহ দেশের বেশ কয়েকটি স্থানে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। কুমারী পূজার মূল উদ্দেশ্য হচ্ছে, সব নারীতে মাতৃরূপ উপলব্ধি করা। সকালে নির্দিষ্ট কুমারীকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয়। ফুলের মালা চন্দন ও নানা অলংকার-প্রসাধন উপাচারে নিপুণ সাজে সাজানো কুমারীকে পূজা দেওয়া হয়। এদিকে, সন্ধ্যার শুরুতেই রাজধানীর পূজামণ্ডপগুলোতে ভিড় বেড়েই চলেছে। দুপুরে হঠাৎ নামা বৃষ্টি উপেক্ষা করে দর্শনার্থী ও পূণ্যার্থীদের ভিড় বেড়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ঈদ ও পূজায় বন্ধ। তবে বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষকরা সন্ধ্যায় পূজা মণ্ডবে আসেন। সন্ধ্যার পর মণ্ডপগুলো আলোকসজ্জা করা হয়। ঢাকার মণ্ডপগুলোর মধ্যে ঢাকেশ্বরী, রামকৃষ্ণ, সিদ্ধেশ্বরী মণ্ডপে ভক্তদের ঢল ছিল ব্যাপক। সারাদেশে এবার ২৯ হাজারেরও বেশি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। ঢাকা মহানগরে এ বছর গতবারের চেয়ে ১২টি বেড়ে মোট পূজামণ্ডপের সংখ্যা ২১২টি। শনিবার পূজাশেষে অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ও ভোগ-আরতির আয়োজন ছিল।
বাংলাদেশ সময়: ২২:২২:৩৮ ৩৬৬ বার পঠিত