শনিবার, ১২ অক্টোবর ২০১৩

আজ রামকৃষ্ণ মিশনে মহাষ্টমী কুমারী পূজা

Home Page » প্রথমপাতা » আজ রামকৃষ্ণ মিশনে মহাষ্টমী কুমারী পূজা
শনিবার, ১২ অক্টোবর ২০১৩



kumaree-poza.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ দুর্গাপূজার অন্যতম আকর্ষণ মহাষ্টমী কুমারী পুজা। রাজধানী ঢাকার রামকৃষ্ণ মিশনে শনিবার সকাল ১১টায় কুমারী পূজা শুরু হয়। মা দুর্গাকে ফুল, বেলপত্র ও নৈবদ্য দিয়ে সকাল ১০টা অবধি দুর্গাপূজার পর কুমারী পূজা করা হয়।  এবার কুমারী পূজায় পূজিত হন পাঁচ বছর বয়সী আদ্রিতা চৌধুরী। তার বাবার নাম মলয় কান্তি চৌধুরী। মায়ের নাম মুক্তা চৌধুরী। তার জন্ম ২০০৮ সালের ৭ই মার্চ। সে ঢাকার আরকে মিশন রোডের গ্রিনবার্ড নার্সারি স্কুলের ছাত্রী।  কুমারী পূজার উদ্দেশ্য হলো মাতৃভাবে ঈশ্বরের আরাধনা। কারণ কুমারী হচ্ছে শুদ্ধতা ও পবিত্রতার প্রতীক। দুর্গাপূজার মহা অষ্টমীর দিনে কুমারী পূজা হয়ে থাকে। শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের মতো ধার্মিকরাও কুমারী পূজা করেছেন।  এরপর রামকৃষ্ণ মিশনে সন্ধিপূজা করা হবে। আর সন্ধ্যায় আরতি অনুষ্ঠিত হবে।  শনিবার দুপুরে ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গণে মহাভোগ প্রসাদ বিতরণ করা হবে। মন্দির কর্তৃপক্ষ এবার ৫০ হাজার লোকের মাঝে মহাভোগ প্রসাদ বিতরণ করবে বলে জানিয়েছেন, সার্বজনীন মহানগর পূজা কমিটির সভাপতি বাসুদেব ধর।

বাংলাদেশ সময়: ১৫:৫২:৩২   ১৯৭৮ বার পঠিত