
শুক্রবার, ১১ অক্টোবর ২০১৩
রাসায়নিক অস্ত্রমুক্ত বিশ্বের স্বপ্নে শান্তির নোবেল
Home Page » প্রথমপাতা » রাসায়নিক অস্ত্রমুক্ত বিশ্বের স্বপ্নে শান্তির নোবেল বঙ্গ-নিউজ ডটকমঃ নরওয়ের নোবেল কমিটি শুক্রবার এই পুরস্কার ঘোষণা করে।
ঘোষণায় নোবেল কমিটি বলেছে, “এর মাধ্যমে রাসায়নিক অস্ত্র ধ্বংসে ওপিসিডব্লিউর অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।”
১৯৯৭ সালে যাত্রা শুরু করা ওপিসিডব্লিউর সদরদপ্তর নেদারল্যান্ডসের হেগে। বর্তমানে ১৯০ টি দেশ এই সংস্থার সদস্য।
ওপিসিডব্লিউ জাতিসংঘের সংস্থা না হলেও নীতিগত বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক রয়েছে এ দুই প্রতিষ্ঠানের। কোনো দেশে রাসায়নিক অস্ত্রের বিষযে পরিদর্শন বা পর্যবেক্ষণের প্রয়োজন হলে জাতিসংঘ ওপিসিডব্লিউর সহায়তা নেয়। এ বিষয়ে ২০০০ সালে একটি চুক্তিও করে দুই সংস্থা।
সর্বশেষ সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টিও ওপিসিডব্লিউর নিরীক্ষকরাই তদন্ত করেন।
পুরস্কার বাবদ একটি সোনার মেডেল ও ৮০ লাখ সুইডিশ ক্রোনার (১২ লাখ ৫০ হাজার ডলার) পাবে ওপিসিডব্লিউ। আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হবে।
ইউরোপ মহাদেশকে শান্তি ও ঐক্যের বন্ধনে বাঁধতে ছয় দশকের চেষ্টার স্বীকৃতি হিসাবে গত বছর নোবেল শান্তি পুরস্কার পায় ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন।
বাংলাদেশ সময়: ১৯:২৭:০৫ ৩৬৩ বার পঠিত