শুক্রবার, ১১ অক্টোবর ২০১৩
প্রধানমন্ত্রী গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার উদ্বোধন করলেন
Home Page » প্রথমপাতা » প্রধানমন্ত্রী গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার উদ্বোধন করলেনবঙ্গ-নিউজ ডটকমঃ সরকারি বেসরকারি অংশীদারিত্বে নির্মিত বহু প্রতিক্ষীত দেশের সবচেয়ে দীর্ঘ উড়ালসেতু ‘মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার’ (গুলিস্থান-যাত্রাবাড়ী) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেল ৩টা ৪৯ মিনিটে প্রধানমন্ত্রী ফিতা কেটে ফ্লাইওভারটি উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক সিটি করপোরেশনের কর্মকর্তা ও ওরিয়ন গ্রপের কর্মকর্তারা। পরে ফ্লাইওভার উদ্বোধনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ৪টা ০৩ মিনিটে কুতুবখালী টোল প্লাজা ফলক উন্মোচন করেন। সেখানে মোনাজাত শেষে প্রধানমন্ত্রী নিজে ৫০ টাকা টোল দেন। টোল দেওয়া শেষে তিনি সেখানে উপস্থিত হাজার হাজার মানুষের মাঝে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে আবার ফ্লাইওভার দিয়ে ওসমানী মিলনায়তনের উদ্দেশ্যে রওয়ানা দেন। এর আগে গুলিস্তান থেকে যাত্রাবাড়ী আসার পথে সায়েদাবাদ সুপার মার্কেটের কাছের একটি স্থানে গাড়ি থামিয়ে নেমে কিছুদূর হেঁটে ফ্লাইওভার থেকে আশপাশের এলাকা দেখেন। বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ফ্লাইওভারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেবেন শেখ হাসিনা।
ওরিয়ন গ্রুপ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আশিকুর রহমান, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম, স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ প্রমুখ।
রাজধানীর প্রবেশ মুখে যানজট নিরসনের উদ্দেশ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্বে দেশের সর্ববৃহৎ এই ফ্লাইওভারটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে ২০১০ সালে ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নির্মাণ কাজ উদ্বোধন করেন।
১১ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটি যাত্রাবাড়ীর কুতুবখালী থেকে শুরু হয়ে পুরান ঢাকার নিমতলী মোড়ে গিয়ে শেষ হয়েছে।
উল্লেখ্য, প্রকল্পের শুরুতে ফ্লাইওভারটির জন্য ব্যয় ধরা হয়েছিল ৭৮৮ কোটি ৯০ হাজার ৩৮১ টাকা। কয়েক দফা নির্মাণ ব্যয় বাড়িয়ে বর্তমানে ফ্লাইওভারটির ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা। ইতোমধ্যেই দুই হাজার ১০৮ কোটি টাকা সরকার অনুমোদন করেছে। আর ৩০০ কোটি টাকা অনুমোদনের অপেক্ষায় আছে।
বাংলাদেশ সময়: ১৮:৫০:৪৩ ৫৯০ বার পঠিত