
শুক্রবার, ১১ অক্টোবর ২০১৩
আকাশের চিঠি:আট- রোকসানা লেইস
Home Page » সাহিত্য » আকাশের চিঠি:আট- রোকসানা লেইসনীল
মাঝে মাঝে আমর জীবনযাত্রা স্থবীর হয়ে যায় তোমার ভাবনায়। অনেক বড় ক্ষতি হলো মিটিং টা ঠিক মতন না করায়। ক্লায়েন্ট আবার কবে সময় করতে পারবে অথবা আমার উপর আদৌ ভরসা রাখতে পারবে কিনা কে জানে। এক কান দু কান করে কথাটা বিস্তার লাভ করলে আমার কাজের বারোটা বেজে যাবে। তুমি নেই কত দিন, খেতে পরতে তবু হয়। বাড়ির মর্গেজ দিতে হয় তাই কাজে যাওয়া। নয়তো আমার কিছুই করতে ইচ্ছা করে না।
কী করব আমি? কেমন করে ভুলে থাকব তোমাকে বলো। এক আত্মার দুটি শরীর এই তো আমি জানি এতকাল। আত্ম ছেড়ে শুধু শরীর নিয়ে কেমন করে বেঁচে আছো তুমি? আমি আত্মাবিহীন খাঁচা নিয়ে কি ভাবে চলছি তুমি কী একবারের তরে ভাবছো? এই উল্টাপাল্টা,সব ভুলে যাওয়া বর্তমান থেকে বারে বারে হারিয়ে যাওয়া এ সব তোমার বিরহে নীল। আমার এই দুঃসহ অন্ধকার জীবন আলোয় আলোয় আলোময় করে তুলো সেই আগের দিনের মতন। চলো হারিয়ে যাই আমরা উচ্ছোল ঝর্ণাধারা হয়ে। তুমি এসো তুমি এসো তুমি এসো।
অপেক্ষায়
হৃদয় তোমার
বাংলাদেশ সময়: ১৩:৪৭:৩৭ ৪৫০ বার পঠিত