বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৩
ঈদের মজার এক আয়োজন—ঈদি।
Home Page » বিনোদন » ঈদের মজার এক আয়োজন—ঈদি।বঙ্গ-নিউজ ডটকম:মোশাররফ করিম
ঈদিকে আমি বলি সালামি। ঈদি পাওয়ার দিন ছিল ছোটবেলায়। তখন আমার আব্বা নামাজ পড়ে এসেই ঈদি দিতেন। মনে আছে, ছোটবেলায় একবার ৪০০-৫০০ টাকা ঈদি পেয়েছিলাম। আমার বড় ভাবির নাম টুটুল। তিনি ব্যাংকার। ঈদের দিন সালামি দেওয়ার জন্য তিনি ব্যাংক থেকে আগেই নতুন টাকা নিয়ে আসতেন। ঈদের দিন আমরা পেতাম সেই টাকা, সারা দিন নতুন টাকার গন্ধ শুঁকতাম। ঘুরতাম রিকশায় করে—আমি, আওয়াল, মিজু।দিন বদলেছে। এখন আর সেভাবে ঈদি পাই না; উল্টো দিতে হয়। আমার পক্ষ থেকে এখন সবাইকে ঈদি দেওয়ার কাজটি আমার বউ জুঁই-ই সামাল দেয়। ফলে ঠিক জানি না, এখন ঠিক কত টাকা ঈদি দেই। ঈদি প্রসঙ্গে এবার আমার একটা গোপন দুঃখের কথা বলি: আমার বউ কখনো সালামি পায় না। কী করে পাবে, ঈদের দিন ও তো আমাকে সালামই করে না—আগে সালাম; তার পরেই না টাকা। জুঁই আসলে কেমন যেন, আমি তো ওকে ঈদের সালামি দিতে চাই; কিন্তু ও আমাকে সালামই করে না! ফলে…প্রতি ঈদে জুঁইয়ের সালামিগুলো আমার পকেটেই অক্কা পায়।
বাংলাদেশ সময়: ১:৫২:২৬ ৩৮৫ বার পঠিত