বুধবার, ৯ অক্টোবর ২০১৩

ফকিরাপুলে বাসায় ককটেল বিস্ফোরণ

Home Page » জাতীয় » ফকিরাপুলে বাসায় ককটেল বিস্ফোরণ
বুধবার, ৯ অক্টোবর ২০১৩



images-7.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ রাজধানী ফকিরাপুল এলাকার এক বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ফকিরাপুল গরমপানি গলির সাত তলা বাসার চারতলায় এ ঘটনা ঘটে। পুলিশ সেখান থেকে বেশ কয়েকটি অবিস্ফোরিত ককটেল ও কয়েক’শ জর্দার কৌটা, ককটেল তৈরির বিস্ফোরকসহ প্রেস লেখা বুলেট প্রুফ জ্যাকেট উদ্ধার করেছে। রাত সাড়ে ৮টার দিকে ওই ভবনের চার তলার একটি কক্ষে হঠাৎ বিকট শব্দে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।এ সময় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা মতিঝিল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌঁছে বাসার চারদিক ঘিরে রেখেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জামান নামের এ ব্যক্তি ১৯০/২ নম্বর বাসার চার তলা মেস হিসেবে কয়েক মাস আগে ভাড়া নেন। তার বাড়ি সন্দীপ। মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশানার মেহেদী হাসান বঙ্গনিউজকে জানান, রুমের ভেতর একাধিক স্থানে রক্তের চিহৃ পাওয়া গেছে। ওই বাসায় কয়েকজন যুবক মেস করে থাকতো। ঘটনার পর সেখান থেকে কয়েক জন যুবক তাড়াহুড়ো করে নেমে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে এটি শিবিরের একটি ঘাটি এবং তারা এটি মেস হিসেবে ব্যবহার করতো। ঘটনার পর সেখান থেকে পুলিশের একটি বোমা বিশেষজ্ঞ দল কয়েকটি অবিস্ফেরিত ককটেল, কয়েক’শ জর্দার কৌটা, জেহাদী বইপুস্তকসহ ককটেল তৈরির বিপুল সংখ্যক বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে।এছাড়া প্রেস, লেখা একটি বুলেট প্রুফ জ্যাকেট উদ্ধার করে তারা। রাতে ওই বাসার ভিতরে সাংবদিকদের নিয়ে পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাসহ প্রবেশ করলে দেখা যায়, ককটেল বিস্ফোরণে ঘরের ভেতরের আসবাবপত্র ও জানালা দুমড়ে মুচড়ে গেছে। ঘরের ভেতর রক্তের চিহৃ রয়েছে। তবে রাত পৌনে ১০টা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়ানি।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান বঙ্গনিউজকে জানান, বিস্ফোরণের পর ওই বাসার মালিক ও ভাড়াটে জামান পলাতক রয়েছে। তাদের ব্যাপারে খোজ খবর নেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:৪১:০২   ৪০৪ বার পঠিত