বুধবার, ৯ অক্টোবর ২০১৩

জাবিতে ছাত্রলীগের সভাপতি গ্রুপের হামলায় আন্দোলনকারী ৫ শিক্ষক আহত, ২ সহকারী প্রক্টরের পদত্যাগ

Home Page » প্রথমপাতা » জাবিতে ছাত্রলীগের সভাপতি গ্রুপের হামলায় আন্দোলনকারী ৫ শিক্ষক আহত, ২ সহকারী প্রক্টরের পদত্যাগ
বুধবার, ৯ অক্টোবর ২০১৩



230421_13273277732_435_n6.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখা ছাত্রলীগের সভাপতি গ্রুপের হামলায় আন্দোলনকারী শিক্ষক ফোরামের ৫ শিক্ষক আহত হয়েছেন।

 

বুধবার বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের দু’জন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন।

আহত শিক্ষকরা হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের প্রভোস্ট আনোয়ার খসরু পারভেজ, প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক কবিরুল বাশার, কামরুজ্জামান মনিরসহ আরও দুই জন।

 

জানা যায়, বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভার বৈঠক হওয়ার কথা ছিল। এসময় আন্দোলনকারী শিক্ষক ফোরামের শিক্ষকরা প্রশাসনিক ভবনের সামনে বৈঠক বন্ধ করার জন্য ব্যারিকেড দিয়ে রাখেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন ভেতরে প্রবেশ করতে গেলে আন্দোলনকারী দুই শিক্ষকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

 

এ ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনির নেতৃত্বে শিক্ষক ফোরামের উপর হামলা চালানো হয়। এসময় তারা চেয়ার-টেবিল ভাঙচুর করে শিক্ষকদের উপর নিক্ষেপ করেন।

 

ছাত্রলীগের এই হামলায় ধিক্কার জানিয়েছেন সকল শিক্ষকেরা।

 

বর্তমানে প্রশাসনিক ভবনের সামনে ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। সিন্ডিকেটের বৈঠক স্থগিত করা হয়েছে বলেও জানা যায়। ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৮:৫৫:৪৭   ৪৭০ বার পঠিত