বুধবার, ৯ অক্টোবর ২০১৩

রাজধানীতে গ্যাস লাইনে বিস্ফোরণ, স্বামী-স্ত্রী অগ্নিদগ্ধ

Home Page » সংবাদ শিরোনাম » রাজধানীতে গ্যাস লাইনে বিস্ফোরণ, স্বামী-স্ত্রী অগ্নিদগ্ধ
বুধবার, ৯ অক্টোবর ২০১৩



images-1.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ রাজধানীর যাত্রাবাড়ির দনিয়া এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন স্বামী-স্ত্রী। মঙ্গলবার দিবাগত শেষ রাতে সংঘটিত এ ঘটনায় গুরুতর আহত স্বামী মনির হোসেন (২৫) এবং স্ত্রী নাজমাকে (১৯) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করে স্থানীয়রা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) সূত্র জানায়, যাত্রাবাড়ি দনিয়া নূর মসজিদ সংলগ্ন ৮২০ নম্বর হোল্ডিংয়ের পাঁচতলা বাড়ির নিচ তলায় ভাড়া থাকতেন ওই দম্পতি। ভোর রাতে রান্ন‍া ঘরে কয়েল জ্বালানোর জন্য ম্যাচের কাঠি জ্বালালে গ্যাসের চুলার লাইন থেকে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে সারা ঘরে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) বার্ন ইউনিটের চিকিৎসক আশরাফুল ইসলাম বঙ্গনিউজকে জানান, নাজমার শরীরের শতকরা ৪৭ ভাগ এবং মনিরের শরীরের শতকরা ৯৮ ভাগ পুড়ে গেছে। মনিরের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১৩:৫৯:১৭   ৩৬৮ বার পঠিত