বুধবার, ৯ অক্টোবর ২০১৩

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

Home Page » প্রথমপাতা » গাজীপুরে পোশাক কারখানায় আগুন
বুধবার, ৯ অক্টোবর ২০১৩




52543d4c245b9-garment-fire.jpgবঙ্গ-নিউজ ডটকম:গাজীপুরের শ্রীপুর উপজেলার বেরাইদেরচালা এলাকায় পলমল গ্রুপের আসওয়াদ কম্পোজিট মিলস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় আজ মঙ্গলবার বিকেলে আগুন লাগে। এতে কমপক্ষে দুজন নিহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে নিহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন খবর প্রচার করা হচ্ছে। একটি চ্যানেল দাবি করেছে, ঘটনাস্থল থেকে অন্তত আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে কারখানার নিটিং সেকশনের নিচতলায় আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন নিচতলা থেকে দোতলায় ছড়িয়ে পড়ে। আগুনে বিপুল পরিমাণ সুতা, ফেব্রিক্স ও উত্পাদিত পণ্য পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কারখানা কর্তৃপক্ষের দাবি, কারখানা ছুটি হয়ে যাওয়ায় ওই সময় ভেতরে কোনো শ্রমিক ছিলেন না। খবর পেয়ে গাজীপুর, টঙ্গী ও ভালুকার ফায়ার সার্ভিসের চারটি
ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু জাফর আহমেদ প্রথম আলো ডটকমকে জানান, আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘পোশাক কারখানার ভেতরে দুজনের লাশ দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আগুনের তাপ থাকায় এখনই তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।’ তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ০:১৫:১০   ৪৪৩ বার পঠিত