রবিবার, ৭ এপ্রিল ২০১৩

চীনে এইজ ৭ এন ৯ বার্ড ফ্রু ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে

Home Page » এক্সক্লুসিভ » চীনে এইজ ৭ এন ৯ বার্ড ফ্রু ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে
রবিবার, ৭ এপ্রিল ২০১৩



bird.jpgতানিয়া সুলতানা বঙ্গনিউজ ডটকম:চীনের বার্তাসংস্থার একটি খবরে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা পাঁচটা পযর্ন্ত চীনের মূল ভূভাগে এইজ ৭ এন ৯ বোর্ড ফ্রু ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১৬জনে উন্নীত এবং এদের মধ্যে ৬’জন মারা গেছে। রোগীদের চিকিত্সা এবং ভাইরাস নিয়ন্ত্রণের কাজ জোরদার করার জন্য সম্প্রতি চীনের কমিউনিষ্ট পাটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং প্রধান মন্ত্রী লি খে ছিয়াং যথাক্রমে বিশেষ নির্দেশ প্রদান করেছেন।

জানা গেছে, বার্ড ফ্রু ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার ঘটনাকে বিশেষ গুরত্বদিয়ে চীনের বিভিন্ন জায়গায় এই ভাইরাস নিয়ন্ত্রণের কাজ জোরদার করা হয়েছে। শনিবার থেকে চীনের শাংহাই শহরে হাস-মুরগি বিক্রি করার বাজার আপাতত বন্ধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৫৭:০৫   ৭০৮ বার পঠিত