মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৩
যাত্রীশূন্য কমলাপুর স্টেশন
Home Page » প্রথমপাতা » যাত্রীশূন্য কমলাপুর স্টেশনবঙ্গ-নিউজ ডটকমঃ ঈদ-উল আজহার আর মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও রাজধানী ছাড়ার তাড়া নেই ঢাকাবাসীর। ঈদ পরবর্তী রাজনৈতিক সহিংসতার আশঙ্কাই এর মূল কারণ বলে মনে করছেন অনেকে। মঙ্গলবার সকালে রাজধানীর কমলাপুর স্টেশন ঘুরে দেখা গেছে, গতানুগতিক সময়ের তুলনায় অনেকটাই যাত্রীশূন্য ছিল স্টেশন চত্বর। অন্যান্য ঈদে এই সময়টাতে বাসস্ট্যান্ড এবং রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেলেও, এবার ঈদের কয়েকদিন আগে থেকেই রাজধানী ছাড়তে শুরু করেন পরিবারের সদস্যরা। তাই, এবার ভিড় কম। সকালে এগারসিন্দুর ট্রেনের যাত্রী শাহানা আক্তার এসেছেন কমলাপুর স্টেশনে। তিনি বঙ্গনিউজকে বলেন, প্রতি বছরই একটা ঈদ বাবার বাড়ি রাজশাহী এবং একটি ঈদ শ্বশুর বাড়ি কিশোরগঞ্জে কাটাই। গত ঈদে হরতালের আতঙ্কের মধ্যেও বাবার বাড়িতে গিয়েছিলাম। তবে এবার সবাই যাচ্ছি না। কারণ, ঈদের পরে বিএনপির টানা আন্দোলন শুরু হবে। ফেরার সময় দেশের অবস্থা কী হবে, তার তো কোনো ঠিক নেই!’একই কথা জানান তিতুমীর সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘হরতালের কারণে এবার যাত্রী সংখ্যা তুলনামূলক কম। গত কোরবানি ঈদেও অনেক ভিড় ঠেলে বাড়ি ফিরতে হয়েছিল।’ যাত্রী সংখ্যা কম হওয়ার কারণ জানতে চাইলে কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক মো. খায়রুল বশীর বঙ্গনিউজকে বলেন, ‘অগ্রিম টিকিট বিক্রি হওয়ায় আগামী ১১ তারিখ থেকে যাত্রীদের মূল চাপ শুরু হবে। অন্যান্য ঈদে তুলনামূলক ভিড় বেশি হয়। তবে এবার অগ্রিম টিকিট ক্রেতার সংখ্যাও ছিল তুলনামূলক কম। সে কারণে আগে থেকেই বোঝা যাচ্ছিল, এবার ঈদ-উল আজহায় কম লোকই রাজধানী ছাড়বেন।’ তিনি বলেন, ‘এই ঈদে অনেকেই দেশের বাড়িতে পশু কেনার টাকা পাঠিয়ে দিয়ে নিজে ঢাকায় থেকে যান। আবার অনেকেই ঈদ-উল ফিতরে দেশের বাড়িতে যাওয়ার কারণে ঈদ-উল আজহাতে আর বাড়ি যান না। এসব কারণেই হয়ত এবার যাত্রী সংখ্যা কম।’
বাংলাদেশ সময়: ১৭:১৮:৫৪ ৪৩৩ বার পঠিত