সোমবার, ৭ অক্টোবর ২০১৩
ব্রিটেনে ১৪ বছরে মেয়ে নিয়ে ইমামদের তুলকালাম
Home Page » বিশ্ব » ব্রিটেনে ১৪ বছরে মেয়ে নিয়ে ইমামদের তুলকালামবঙ্গ-নিউজ ডটকমঃ ব্রিটেনে ষোল বছরের কম বয়সী মেয়েদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং যেকোনো ধরনের যৌন সম্পর্কে জড়ানো আইনত নিষিদ্ধ।
কিন্তু এই আইনের বিরোধিতা করেছেন দেশটির বিভিন্ন মসজিদের ১৮জন ইমাম। এরা ষোল বছরের কম বয়সী মেয়েদের বিয়েও দিয়েছেন। এ নিয়ে তুলকালাম চলছে ব্রিটেনে।
এই ১৮জন ইমাম সরকারকে মেয়েদের বিয়ের বয়স ১৪ বছর নির্ধারণের পরামর্শ দিয়ে নানা যুক্তি তুলে ধরছেন।
মূলত ব্রিটেনে ১৬ বছরের কম বয়সী নারী বা পুরুষ বিবাহ বা যৌন সম্পর্কে মিলিত হতে পারবে না। তবে ইসলামী শরীয়াহ অনুযায়ী কোনো নারী হায়েজ সম্পূর্ণ হলেই তিনি বিয়ে করতে পারবেন।
ব্রিটেনে বসবাসরত এক ডজনেরও বেশি ইসলামী চিন্তাবিদ মতামত দিয়েছে যে, চৌদ্দ বছরের উর্ধ্বে নারীদের বিয়েতে কোনো বাধা নেই।
ইসলামী শরীয়াহ মোতাবেক এই বয়সী মেয়েদের বিয়ে দেয়ার দায়ে চারজন ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রিটেনে এধরনের বিয়ের আইনত বৈধতা নেই।
ব্রিটেনের আইন অনুযায়ী, বর ও কনের বয়স ১৬ বছরের উর্ধ্বে হলে এবং তারা শারীরিক সম্পর্ক স্থাপনের উপযোগী হলেই বিয়ে আইনত বৈধতা পায়।
বার্মিংহামের এক ইসলামী চিন্তাবিদ মুহাম্মদ শহিদ আখতার বলেন, ‘চৌদ্দ বছরের কম বয়সী নারীকে ইচ্ছা করলেই বিয়ে করা যায়। এতে অপরাধের কিছু নেই। এছাড়া প্রত্যেক পুরুষ চারজন পর্যন্ত স্ত্রী রাখতে পারবেন।’
বাংলাদেশ সময়: ২২:১৭:৫৬ ৩৭৮ বার পঠিত