সোমবার, ৭ অক্টোবর ২০১৩

২২টি আসনের একটিও কাউকে দেয়া হবে না - রংপুরে জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ

Home Page » জাতীয় » ২২টি আসনের একটিও কাউকে দেয়া হবে না - রংপুরে জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ
সোমবার, ৭ অক্টোবর ২০১৩



বঙ্গ-নিউজ ডটকমঃ জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বিশিষ্ট শিল্পপতি এসএম ফখর-উজ-জামান জাহাঙ্গীরকে প্রার্থী ঘোষণা করে বলেছেন, আগামী নির্বাচনে বৃহত্তর রংপুরের ২২টি আসনের একটিও কাউকে দেয়া হবে না। গতকাল রোববার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী হাটে অনুষ্ঠিত পথসভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, দেশের মানুষ দু’দলের রাহুগ্রাস থেকে মুক্তি পেতে চায়। আওয়ামী লীগ গত নির্বাচনে আমার ৪৮টি আসনের মধ্যে ১৭টিতে প্রার্থী দিয়ে আওয়ামী লীগ বেইমানি করেছে। তিনি রংপুরের আঞ্চলিক ভাষায় বলেন, ‘মুই তোমার কাছে ঋণী, আর একবার মোর সাথে থাকো, দ্যাখো হামরা পুরুষ মানুষ কিছু করবার পারি কি না।’ তিনি রংপুর-৫ আসনের প্রার্থী জাপা কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শিল্পপতি এসএম ফখর-উজ-জামান জাহাঙ্গীরের পক্ষে মিঠাপুকুরবাসীকে কাজ করার আহবান জানিয়ে বলেন, সব দলের অংশ গ্রহণ ছাড়া নির্বাচন হবে কিনা সন্দেহ আছে। এসএম ফখর-উজ-জামান জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন রংপুর জেলা ও মহানগর সভাপতি মশিউর রহমান রাঙ্গা। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জিয়াউদ্দিন বাবলু, মহানগর সেক্রেটারি এড. সালাউদ্দিন কাদেরীসহ কেন্দ্রীয় ও জেলা উপজেলা নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলাম মিলন। এর আগে জাপা চেয়ারম্যান এরশাদ ইউনিয়ন ব্যাংক লিঃ এর শঠিবাড়ী শাখার উদ্বোধন করেন। এসময় তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার আহবান জানান। উদ্বোধনকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হামিদ মিয়া, শিল্পপতি এসএম ফখর-উজ-জামান জাহাঙ্গীর, মেজবাহুল ইসলাম মিলন, ম্যানেজার সৈয়দ আব্দুল্লা আল মাসুদ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮:৫৮:৫৫   ৩৯৫ বার পঠিত