সোমবার, ৭ অক্টোবর ২০১৩
নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী ভেসিকলস গবেষণায়
Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী ভেসিকলস গবেষণায়বঙ্গ-নিউজ ডটকমঃ ভেসিকলস গবেষণায় ২০১৩ সালের নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী। সোমবার সুইডেনের কারোলিনস্কা ইন্সটিটিউট এ তিন নোবেল বিজয়ীর নাম ঘোষণা করেন। নোবেল বিজয়ীরা হলেন, যুক্তরাষ্ট্রের জেমস ই রথম্যান ও র্যাণ্ডি শেকমান এবং জার্মানির টমাস শুডহফ।
বিজয়ীদের নাম ঘোষণার পর নোবেল কমিটি ফর ফিজিওলজি অর মিডিসিনের সেক্রেটারি গোয়েরন হ্যানসন সাংবাদিকদের জানান, কোষ থেকে কোষে রাসায়নিক অনুর পরিবহন কীভাবে নিয়ন্ত্রিত হয় তা গবেষণার মাধ্যমে দেখিয়েছেন এই তিন বিজ্ঞানী। কোষের ওই পরিবহন ব্যবস্থায় ব্যাঘাত ঘটলে স্নায়ুবিক জটিলতা, ডায়াবেটিস এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।
নোবেল কমিটির এক বিবৃতিতে জানানো হয়, প্রতিটি কোষ দেহের জন্য প্রয়োজনীয় যেসব রাসায়নিক উপাদান উৎপাদন করে তা কোষের ভেতরে এবং কোষান্তরে পরিবাহিত হয় ক্ষুদ্র প্যাকেজ আকারে, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ভেসিকলস। এই ভেসিকলস দেহের সঠিক এলাকায় সঠিক সময়ে পৌঁছে দেওয়ার কাজটি কিভাবে নিয়ন্ত্রিত হয় তা এ গবেষণায় বের করে দেখিয়েছেন নোবেল বিজয়ী এই তিন বিজ্ঞানী।
বাংলাদেশ সময়: ১৮:৪৯:৩৭ ৪২০ বার পঠিত