সোমবার, ৭ অক্টোবর ২০১৩

তাইওয়ানে ৩য় সিদ্দিক

Home Page » খেলা » তাইওয়ানে ৩য় সিদ্দিক
সোমবার, ৭ অক্টোবর ২০১৩



20110226398186194425.jpgবঙ্গ-নিউজ ডটকম:বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান তাইওয়ান মাস্টার্স গলফে তৃতীয় স্থান অর্জন করেছেন। শেষ রাউন্ডের খেলায় পারের চেয়ে সাত স্টোক বেশি খেললেও; চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে তিন শট বেশি খেলে থাইল্যান্ডের আর্নল্ডের সাথে যুগ্মভাবে তৃতীয় হন তিনি।গলফার সিদ্দিকুর সবমিলিয়ে ২৯১ স্টোক খেলেন। আর জিতে নেন ৩৬ হাজার ইউএস ডলার।উল্লেখ্য, পারের চেয়ে তিন শট কম খেলে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার স্কট হেন্ড, আর এক শট বেশি খেলে রানার-আপ যুক্তরাষ্ট্রের স্যাম সাইর।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:৩৭   ৫০৮ বার পঠিত